“আমি বিশ্বাস করি হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ” – আকাশ চোপড়া

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: Surjeet Yadav/Getty Images)

৮ই অক্টোবর, রবিবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে এটি হল উভয় দলেরই প্ৰথম ম্যাচ।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন যে এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্যের জন্য হার্দিক পান্ডিয়ার অবদান গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনি বলেছেন যে এই মুহূর্তে ভারতীয় দলে হার্দিক বাদে আর কোনো ব্যাটিং অলরাউন্ডার নেই।

অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা গত কয়েকমাস ধরে ব্যাট হাতে ভালো রান পাচ্ছেন না। তাই হার্দিক পান্ডিয়ার উপর দায়িত্ব অনেক বেড়ে গেছে। তিনি ব্যাট হাতে ভালো ফর্মে রয়েছেন এবং বল হাতেও দলের জন্য ভালো অবদান রাখতে সক্ষম হচ্ছেন। এই অভিজ্ঞ অলরাউন্ডার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক তিন ম্যাচের ওডিআই সিরিজে একটি ম্যাচও খেলেননি। অন্যদিকে, বৃষ্টির কারণে ভারতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচই ভেস্তে গিয়েছিল। আকাশ চোপড়া বলেছেন যে তিনি এই ব্যাপারটি নিয়ে চিন্তিত।

“পান্ডিয়া দলের একমাত্র ব্যাটিং অলরাউন্ডার এবং শার্দুল ঠাকুর নন” – আকাশ চোপড়া

জিও সিনেমায় আকাশ চোপড়া বলেন, “আমি কিছুটা চিন্তিত যে ভারত হার্দিক পান্ডিয়ার উপর খুব বেশি নির্ভরশীল। স্কোয়াডে তার মতো অন্য কোনো খেলোয়াড় নেই – শীর্ষ ৬-এর মধ্যে কেউই বোলিং করেন না। রবীন্দ্র জাদেজা ৭ নম্বরে খেলতে পারেন, কিন্তু তার ব্যাটিং ফর্ম ইদানিং ভালো যাচ্ছে না।”

তিনি যোগ করেছেন, “এছাড়াও, পান্ডিয়া দলের একমাত্র ব্যাটিং অলরাউন্ডার এবং শার্দুল ঠাকুর নন – তিনি ৬ নম্বরে ব্যাট করতে পারবেন না। তাই, আমি বিশ্বাস করি যে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমার উদ্বিগ্ন হওয়ার আরেকটি কারণ হল তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ তিনটি ওডিআইতে খেলেননি এবং প্রস্তুতি ম্যাচ হয়নি। তিনি খুব বেশি ক্রিকেট খেলেননি – তিনি এশিয়া কাপের ফাইনালে খেলেছিলেন এবং কয়েকটি উইকেট নিয়েছিলেন, কিন্তু ব্যাট করতে পারেননি। তাই, চেন্নাইয়ে তার প্রথম খেলায় তিনি তার সেরা ছন্দে নাও থাকতে পারেন।”

এশিয়া কাপ ২০২৩-এ খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ৯০ বলে ৮৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ২.২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছিলেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।