বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের ম্যাচ অফিলিয়ালসদের তালিকা প্রস্তুত আইসিসির
আপডেট করা - Sep 25, 2023 6:37 pm
আগামী ১৪ অক্টেবর বিশ্ব ক্রিকেটের মঞ্চে সবচেয়ে বড় লড়াই। বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরো এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। সময় যত এগোচ্ছে ততই চড়তে শুরু করেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে পারদ। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। সেই লড়াইয়েরই ম্যাচ অফিসিয়ালসদের তালিকা কার্য়ত পাকা করে ফেলেছে আইসিসি। সেই ্মযাচেই এবার াইসিসির সেরা আম্পায়ারদের দায়িত্ব দিতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে সবসময়ই একটা আলাদা উত্তেজনা থাকে। মাঠের বাইরে যেমন সেই উত্তেজনা থাকে। মাঠের ভিতরেও ফত্তেজনা খুব একটা কম থাকে না। সেই ম্যাচই পরিচালনার দায়িচ্ব যাদের ওপর তাকবে সেই তালিকা প্রস্তুত করে ফেলেছে আইসিসি। ভারত বনাম পাকিস্তান ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসাবে দেখা যেতে চলেছে এবার রিচার্ড ইলিংওয়ার্থ এবং মারিয়াস এরাসমাসকে। সেখানেই তৃতীয় আম্পায়ার হিসাবে দেখা যেতে চলেছে এবার রিচার্ড কেটেলবরোকে। একইসঙ্গে ম্যাচ রেফারির দায়িত্বে থাকতে চলেছেন এবার অ্যান্ডি পাইক্রফ্ট।
আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ
কয়েকদিন আগদেই এশিয়াকাপের ম়্চে ভারকত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছিল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল ইন্ডিয়া। সেই সুপার ফোরের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছিল ভারতীয় দল। একইঅস,হ্গে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডও সেই ম্যাচে করেছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মঞ্চে নামার আগে ভারতীয় দলকে যেমন সেই পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাচ্ছে, তেমনই পাকিস্তান শিবিরকেও তাতাচ্ছে। ওই বিশ্বকাপে যে তারাও ঘিরেো দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। প্রথম ্ময়াচেই সেই িবশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এরপরই বিশ্বকাপের বাইশদজে বল গড়াতে চলেছে। তবে এখন থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে চর্চা তুঙ্গে পৌঁছেছে। সেখানেই শেষপর্যন্ত টিম ইন্ডিয়া জিততে পারে কিনা তা তো সময়ই বলবে।