ওডিআই বিশ্বকাপের মঞ্চে সবথেকে বেশি উইকেট নেওয়া পাঁচজন ভারতীয় ক্রিকেটারের নাম জেনে নিন
আপডেট করা - Sep 8, 2023 5:41 pm

ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এইবারের ওডিআই বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। ভারতীয় দলে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং কুলদীপ যাদবদের মতো বোলাররা রয়েছেন। ভারতের ব্যাটিং বিভাগও খুব শক্তিশালী। শেষমেশ রোহিত শর্মার নেতৃত্বাধীন দল আসন্ন বিশ্বকাপে ট্রফি জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
ভারত এখনও পর্যন্ত সবকটি ওডিআই বিশ্বকাপেই অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২টি ওডিআই বিশ্বকাপে তারা ট্রফি জিতেছিল। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে এবং ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে অনেকেই ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন। এখন তাদের মধ্যে ওডিআই বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নেওয়া পাঁচজন বোলারের নাম জেনে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য, এই পাঁচজন বোলারের মধ্যে চারজন হলেন পেসার এবং একজন হলেন স্পিনার।
১. জাহির খান

জাহির খান ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপের মঞ্চে সবথেকে বেশি উইকেট নিয়েছেন। তিনি ওডিআই বিশ্বকাপে মোট ২৩টি ম্যাচ খেলেছিলেন এবং ৪৪টি উইকেট নিয়েছিলেন। ওডিআই বিশ্বকাপে তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/৪২। তিনি ২০০৩, ২০০৭ এবং ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে খেলেছিলেন।
২০১১ সালে ভারতের ওডিআই বিশ্বকাপ জয়ের পিছনে জাহির খানের অনেক বড় ভূমিকা ছিল। তিনি সেই বিশ্বকাপে ৯টি ম্যাচ খেলে ১৮.৭৬ গড়ে ২১টি উইকেট নিয়েছিলেন। এই টুর্নামেন্টটিতে তিনি যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন।