ক্যাপ্টেন্স ডে-তে বাবার আজমকে হায়দরাবাদের বিরিয়ানির স্বাদ নিয়ে প্রশ্ন রবি শাস্ত্রীর
আপডেট করা - Oct 4, 2023 8:28 pm
ওডিআই বিশ্বকাপের দামামা আগেই বেজে গিয়েছে। সেখানেই শেষ হাসি কোন দলের অধিনায়কের মুখে ফোটে তা প্রতিযোগিতা শেষ হওয়ার পরই দেখা যাবে। সেই নিয়েই এখন তেকে নানান হিসাব নিকাশ চলছে। ৫ অক্টোবর বিশ্বকাপের ম়ঞ্চে প্রথম ম্যাচে নামছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। সেই ম্যাচে নামার আগেই বুধবার নরেন্দ্র মোদী স্টেডয়ামে বিশ্বকাপের সঙ্গে ফটোসেশনে উপস্থিত হয়েছিলেন ১০ দলের অধিনায়ক। সেইসঙ্গে এদিনই ছিল ক্যাপ্টেন্স ডে। সেখানেও সেই বাবর আজমের হায়দরাবাদী বিরিয়ানি চর্চা। রবি শাস্ত্রীর প্রশ্নেই ফের একবার খোশ মেজাজে পাওয়া গেল পাক অধিনায়ককে।
বুধবার আহমেদাবাদে ছিল ক্যাপ্টেন্স ডে। সেখানই প্রত্যেক দলের অধিনায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই অনুষ্ঠানের সঞ্চলনার দায়িত্বে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ ও ক্রিকেটার রবি শাস্ত্রী। সেই ম়্চেই বাবর আজমকে হায়দরাবাদী বিরিয়ানির স্বাদ নিয়ে ফের একবার প্রপশ্ন করতে শোনা যায় রবি শাস্ত্রীকে। আর সেই প্রশ্ন শুনেই নিজের হাসি থামাতে পারছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারতের মাটিতে আসার পর তেকেই হায়দরাবাদী বিরিয়ানির ভালবাসায় পড়ে গিয়েছেন বাবর আজম সহ পাকিস্তানের ক্রিকেটাররা।
আগামী ৬ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে নামছে বাবর আজমের পাকিস্তান
এই প্রথমবার ভারতের মাটিতে এসেছে পাকিস্তানের ক্রিকেটাররা। হায়দারাবদেই দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান। হায়দারাবদে থাকাকালীন সেখানে বেশ খোশ মেজাজেই রয়েছেন বাবর আজম সহ বাকি পাকিস্তানের ক্রিকেটাররা। কয়েকদিন আগেই হায়দরাবাদ ভ্রমণে বেড়িয়ে পড়েছ্লেন পাক ক্রিকেটাররা। সেই সময়ই হায়দরাবাদের একটি রেস্তোঁরাতেই নিজেদের ডিনার সেরেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেখানেই বিরিয়ানি খেয়ে মুগ্ধ হয়েছিলেন পাকিস্তানেক অধিনায়ক বাবর আজম। সেই কথা জানাতেও দ্বিধা করেননি তিনি।
10 Captains. 1 Trophy. 🙌
Gear up for a candid roundtable discussion amongst all #CWC23 captains!#WorldCupOnStar https://t.co/QyRDI5GpGJ— Star Sports (@StarSportsIndia) October 4, 2023
পাকিস্তানের থেকেও নাকি হায়দরাবাদের বিরিয়ানি অনেক বেশী সুস্বাদু। আর সেই কথাই বারবার বলতে শোনাা গিয়েছে বাবর আজমের মুখে। এদিনও ক্যাপ্টেন্স ডে-তে সেই প্রশ্নই রবি শাস্ত্রীর তরফে থেকে এল বাবর আজমের কাছে। শাস্ত্রী তাঁর কছা জানতে চান, বাবর বিরিয়ানি কেমন ছিল। সেই প্রশ্নের উত্তরে প্রথমেই হেসে ফেলেন বাবর আজম। এরপরই তিনি উত্তর দেন, এই কথাটা আমি বোধহয় ১০০ বার বলে ফেলেছি। এটা সত্যিই অসাধারণ ছিল। আমি আগেই শুনেছিলাম যে হায়দরাবাদের বিরিয়ানি অত্যন্ত ভাল। আমরা সত্যিই এই বিরিয়ানিকে ভালবেসে ফেলেছি।
বাবর আজমের পাশাপাশি হায়দরাবাদের বিরিয়ানির প্রশংসা শোনা গিয়েছিল তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের মুখেও। তিনি তো নাকি হায়দরাবাদের বিরিয়ানিকে ১০ এর মধ্যে ২০ নম্বর দিয়েছিলেন। পাকিস্তান দলের পাশাপাশি এখন বিরিয়ানি নিয়েও চর্চা তুঙ্গে।