কেন উইলিয়ামসনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন টম মুডির

Tom Moody
Tom Moody. (Photo Source: IPL/BCCI)

জল্পনাটা চলছিলই। শেষপর্যন্ত সেটাই হল, আসন্ন আইপিএল শুরু হওয়ার আগেই সানরাইজার্স হায়দরাবাদ থেকে ছেড়ে দেওয়া হল কেন উইলি.ামসনকে। আর এই সিদ্ধান্ত যে একেবারেই ভুল নয় তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন হায়দরাবাদ অধিনায়ক টম মুডির। তাঁর মতে খারাপ পারফরম্যান্সের জন্যই এবার সানরাইজার্স হায়দরাবাদ শিবির থেকে ছেড়ে দেওয়া হয়েছে কেন উইলিয়ামসনকে। গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু তাঁর হাত ধরে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল সেবার সানরাইজার্স হায়দরাবাদ।

ডেভিড ওয়ার্নারকে সরিয়ে সানরাইজার্স হায়দরাবাদের অধিনা.কের পদে এসেছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু গতবছর তাঁর অস্ত্রোপচারের পর থেকেই সেই প্রভাব পড়েছিল কেন উইলি.ামসনের পারফরম্যান্সের ওপর। এবারের আইপিএলে কেন উইলিয়ামসন ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ েহয়েছিলেন তিনি। শুধুমাত্র তাই নয় উইলিয়ামসনের নেতৃ্বে চূড়ান্ত ব্যর্থ েহয়েছিল সানরাইজার্স হায়দরাবাদও। সমস্ত দিক বিচার করার পর থেকেই েই তারকা ক্রিকেটারকে েনিয়ে চলচিল নানান জল্পনা। অবশেষে সেটাই ঠিক হল।

গতবার কেন উইলিয়ামসনের নেতৃত্বে চূড়ান্ত ব্যর্থ েহেয়েছিল সেনরাইজার্স হায়দরাবাদ

মঙ্গলবারই সানরাইজার্স হায়দরাবাদ শিবির থেকে কেন উইলিয়ামসনকে ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদেধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর শুরু হতে চলেছে আসন্ন াইপিএলের মিনি নিলাম।  নিউ জিল্যান্ড অধিনায়ককে প্রায় ১০ কোটি টাকা দিয়ে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু খারাপ পারফর্ম্যান্সের জেরে শেষপর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের কেন উইলি.ামনরকে ছেড়ে দেওয়ার েই সিদ্ধান্তকেই সমর্থন জানিয়েছেন প্রাক্তন সানরাইজার্স হায়দরাবাদ কোচ টম মুডি।

এওই প্রসঙ্গে তিনি জানেিয়েছেন, “হ্যাঁ অবশ্যই শেষ ১২টা মাস তাঁর জন্। খুবই খারাপ গিয়েছে। তবে এখান থেকে একটা জিনিস একেবারেই স্পষ্ট যে তারা ভবিষ্যতের কথা বিচার করেই এমন তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় এটা দলের খারাপ পারফরম্যান্সের জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। একজন বিদেশী ক্রিকেটারের জন্য এটা অনেকটাই বড় টাকার পরিমাণ। এতটা টাকা অবশ্যই ভা্রতীয় ক্রিকেটারের জন্য দেওয়া উচিত্”।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও যে কেন উইলিয়ামসন কুব একটা ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও সেষ দুটো ম্যাচে তিনি ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। যদিও উইলিয়াসনের পারফরম্।ান্স পাকিস্তানের বিরুদধে নিউ জিল্যান্ডকে জেতানোর জন্য যথেষ্টছিল না। শেষপর্যন্ত হেরেই গিয়েছিল নিউ জিল্যান্ড। এবার আইপিএলেও কেন উইলিয়ামসনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।