আহমেদাবাদের পিচই ভারতের টপ অর্ডারের ফর্মে ফেরার প্রধান সুযোগ, মনে করছেন অজিত আগরকর
আপডেট করা - Mar 10, 2023 8:21 pm

উসমান খোয়াজা, ক্যামেরণ গ্রীণের হাত ধরে রানের পাহাড়ে পৌঁছেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৩৬। দ্বিতীয় দিনের শেষেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকরের। এমন পিচের সুযোগ ভারতীয় টপ অর্ডারকে রানে ফিরতে সাহায্য করবে বলেই মনে করছেন অজিত আগরকর। রানে পেরার জন্য এই পিচকেই কাজে লাগানোর বার্তা দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার অিত আগরকর। রোহিত শর্মা ছাড়া এখনও পর্যন্ত ভারতীয় দলের টপ অর্ডারের কেউই রান পাননি।
প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা। এরপর থেকে ভারতীয় দলের টপ অর্ডারের সকলেই ব্যর্থ হয়েছেন। যদিও রোহিত শর্মাও যে বড় রান পেয়েছেন তেমনটা নয়। পরপর তিন ম্যাচেই পিচে বেোলারদের দাপটই দেখা গিয়েছে। বিশেষ করে স্পিনাররাই দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করেছেন প্রথম তিন ম্যাচে। দুই দলের ব্যাটাররাই চূড়ান্ত ব্যর্ত হয়েছিলেন। তৃতীয় টেস্টে তো ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার স্পিনারদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টপ অর্ডার এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ হয়েছে
যদিও চতুর্থ টেস্টে বদলে গিয়েছে সমস্ত হিসাবটা। আহমেদাবাদে স্পোর্টিং পিচই প্রস্তুত করা হয়েছে। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। প্রথম ইনিংসেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন উসমান খোয়াজা ও ক্যামেরণ গ্রীণ। জোড়া সেঞ্চুরীতে ভর করে রানের পাহাড়ে পৌঁচেছে অস্ট্রেলিয়া। সেখানেই এবার ভারতের সামনে চ্যালেঞ্জ। এমন পিচকেই এবার কাজে লাগানোর বার্তা দিচ্ছেন অজিত আগরকর। তাঁর মতে এই পিচের সুযোগ লাগিয়েই ফর্মে ফেরার হাতছানি রয়েছে বিরাট কোহলি, শুভমন গিলদের সামনে।
এইঅ প্রসঙ্গে অজিত আগরকর জানিয়েছেন, “এই গোটা সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় দলের ব্যাটাররা বড় রান করতে পারেনি। রোহিত শর্মাকে বাদ দিয়ে টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে। প্রতি ম্যাচেই লোয়ার মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ব্যাটাররা তাদের বাঁচিয়ে দিয়েছে। এই ম্যাচই ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটারদের কাছে বড় রান করার জন্য প্রকৃত সুযোগ। এদিন শুরুটা তারা ভালই করেছেন। দ্বিতীয় দিনও শুরুটা এমনভাবেই করতে হবে তাদের। রান পাওয়ার জন্য এর থেকে ভাল সুযোগ কিন্তু আর পাওয়া সম্ভব নয়”।
প্রথমং ইনিংসে ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে ৪৮০ রান করেছে অস্ট্রেলিয়া। সেই রান টপকানো যে ভারতীয় দলের কাছে বড় একটা চ্যালেঞ্জ সেটাও বলার অপেক্ষা রাখে না। তবে অজিত আগরকর কিন্তু ভারতীয় দলের টপ অর্ডারকে নিয়ে বেশ আশাবাদী।