ভারত বিরোধী স্লোগান শুনেই এমন প্রতিক্রিয়া ছিল তাঁর, সাফ জবাব গৌতম গম্ভীরের

Gautam Gambhir
Gautam Gambhir. (Photo Source: Twitter)

তাঁকে উদ্দেশ্য করে বিরাট কোহলির নাম শুনে নয় ভারত বিরোধী স্লাগোন শুনেই নাকি মাঠ ছাড়ার সময় মিজল ফিঙ্গার দেখিয়েছিলেন গৌতম গম্ভীর। এশিয়া কাপের মাঝেই ফের একবার বিরাট কোহলি বনাম গৌতম গম্ভাীরের হওয়া সংঘাত ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা।  সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাউরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে বৃষ্টির সময় গৌতম গম্ভীর যখন মাঠ থেকে ফিরছেন সেই সময় অনেরকেই বিরাট বিরাট নামে গলা ফাটাচ্ছেন। সেই সময়ই হঠাত্ দেখা যায় যে গৌতম গম্ভীর পাল্টা জবাব দিচ্ছেন।  মিডল ফিঙ্গার দেখিয়েই সেই জবাব দিচ্ছেন তিনি।

স্বভাবতই বিরাট কোহলির নাম শুনে গৌতম গম্ভীরের মেজাজ হারানোর কথা নিয়েই  চর্চা তুঙ্গে পৌঁছেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। যদিও বেশ কিছুক্ষণ পরই সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতীয় দলের এই প্রাক্তন  তারকা ক্রিকেটার। বিরাট কোহলির উদ্দেশ্যে নয়। বরংসেই সময় অনেকেই নাকি গ্যালারী থেকে ভারত বিরোধী স্লোগান শুরু হয়েছিল। তাঁর মতে সেখানে কয়েকজন পাকিস্তানী সাপোর্টার এমন ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন। আর দেশের সম্বন্ধে  কটু কথা শোনার পরই এমনভাবে জবাব দিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার।

এশিয়া কাপের মাঝেই গৌতম গম্ভীরের প্রতিক্রিয়া নিয়ে শোরগেল পড়ে গিয়েছিল সোশ্যাীল মিডিয়াতে

ভিডিও-তে বিরাট বিরাট ধ্বনি শোনার পর গৌতম গম্ভীরের এমন ব্যবহারে অনেকেই হতভম্ব হয়ে গিয়েছিলেন। শুরু হয়ে গিয়েছিল নানান কথাবার্তা। তবে গৌতম গম্ভীর নিজেই বুল ভেঙে দিয়েছেন। তাঁর মতে সেই ভাইরাল ভিডিও একেবারেই সটিক চিত্র দেখাচ্ছে না। ভারত বিরোধী স্লোদান শোনার পরই সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে তিনি মিডল ফিঙ্গার দেখিয়েছেন। এমনভাবে মাঠেই প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

এই প্রসঙ্গে গোতম গম্ভীর জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যাই দেখানো হোক না কেন সেটা একেবারেই সঠিক নয়। সবাই যা দেখাতে চেয়েছে সেটাই হয়েছে। কিন্তু সেখানে আদতে ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল। সেখানেই হিন্দুস্তান মুর্দাবাদ এমন স্লোগান শুনতে পেয়েছিলাম আমি। সেখানে কাশ্মীর নিেয়েও স্লোগান শোনা যাচ্ছিল। সেখানে যে প্রতিক্রিয়া দেখানো হবে সেটা একেবারেই স্বাভাবিক। যেকোনও ভাবে্ই তা করা হবে। সেখানে বেশ কিছু পাকিস্কানেরক সমর্থকরা ছিলেন, তারাই ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল। সেটা একেবারেই স্বভাবিক একটা প্রতিক্রিয়া ছিল। নিজের দেশের সম্বম্ধে এমন কথা কখনোই শুনতে পারব না।