“প্রধান উইকেটরক্ষক একটি বড় পয়েন্ট হবে” – অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ের আগে একথা বললেন সঞ্জয় বাঙ্গার

Sanjay Bangar
Sanjay Bangar. (Photo by Anthony Devlin/PA Images via Getty Images)

২৭শে সেপ্টেম্বর, বুধবার, রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবে ভারত। এই মুহূর্তে সিরিজটিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার মনে করছেন যে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের উইকেটরক্ষক কে হবেন সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। উল্লেখযোগ্যভাবে, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দলে উইকেটরক্ষক হিসেবে রয়েছেন কেএল রাহুল এবং ইশান কিষান।

স্টার স্পোর্টসকে সঞ্জয় বাঙ্গার বলেন, “আমি মনে করি কে প্রধান উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন তা একটা বড় পয়েন্ট হবে। যদি কেএল রাহুল হন, তাহলে তিনি ৫ নম্বরে ব্যাট করবেন এবং শ্রেয়াস ৪ নম্বরে থাকবেন। এক্ষেত্রে, দুর্ভাগ্যবশত, ইশান কিষান এবং সূর্য শেষ খেলাটি মিস করবেন।”

এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছেন যে যদি তৃতীয় একদিনের ম্যাচটিতে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিন খেলেন, তাহলে এর অর্থ হবে যে অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় অভিজ্ঞ অফ-স্পিনারকে বেশি বিশ্বাস করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে ৩ উইকেট শিকার করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন।

সঞ্জয় বাঙ্গার যোগ করেছেন, “ভারত যদি চেন্নাইয়ে শেষ ওডিআইতে একই দলকে মাঠে নামানোর পরিকল্পনা করে, তাহলে আমি মনে করি অশ্বিন ৮ নম্বরে খেলবেন। তিনি যদি এশিয়া কাপে খেলা সুন্দরের চেয়ে এগিয়ে থাকেন তবে এর অর্থ হল যে কোচ এবং অধিনায়ক তাকে আরও বেশি বিশ্বাস করেন।”

ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯৯ রানে জয় পেয়েছিল ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে ভারতীয় দল অসাধারণ অলরাউন্ডিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। শ্রেয়াস আইয়ার এবং শুভমন গিলের ব্যাট থেকে শতরান এসেছিল। আইয়ার ৯০ বলে ১০৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। গিল ৯৭ বলে ১০৪ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। অন্যদিকে, সূর্যকুমার যাদব ৩৭ বলে অপরাজিত ৭২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলতে সক্ষম হয়েছিলেন। কেএল রাহুলের নেতৃত্বাধীন দল ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯৯ রান করেছিল।

অস্ট্রেলিয়া রান তাড়া করতে নেমে ২৮.২ ওভারে ১০ উইকেটে ২১৭ রান করতে সক্ষম হয়েছিল। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন শন অ্যাবট। তিনি ৩৬ বলে ৫৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। ডেভিড ওয়ার্নার ৩৯ বলে ৫৩ রান করেছিলেন। রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি রবীন্দ্র জাদেজাও ৩টি উইকেট নিয়েছিলেন।