টি-২০ বিশ্বকাপ ২০২২: ভারত-পাকিস্তান ম্যাচের আগে মেলবোর্নের আবহাওয়ায় উন্নতি

বিগত কয়েক দিন মেলবোর্নে বৃষ্টির কারণে ম্যাচ হওয়া নিয়ে সংশয় ছিল

Babar Azam Rohit Sharma
Babar Azam and Rohit Sharma. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)

দেখে মনে হচ্ছে যেন বৃষ্টির দেবতা অবশেষে ক্রিকেট ভক্তদের প্রতি কিছুটা করুণা দেখিয়েছেন কারণ ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজক ম্যাচের আগে মেলবোর্নে আবহাওয়ার উন্নতি হয়েছে। ২৩শে অক্টোবর, রবিবার, চির প্রতিদ্বন্দ্বীরা বৈশ্বিক ইভেন্টে ঐতিহ্যমন্ডিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মুখোমুখি হতে প্রস্তুত।

ম্যাচের একদিন আগে অ্যাকুওয়েদার পূর্বাভাস দিয়েছিল যে বৃষ্টির কারণে ম্যাচ ক্ষতিগ্রস্ত হতে পারে। কয়েক দিন ধরেই মেলবোর্নে বৃষ্টি হচ্ছিল এবং তার জন্য বেশ কিছু প্রস্তুতি ম্যাচ পণ্ড হয়েছিল। তবে এখন আবহাওয়ার যা অবস্থা তাতে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা খুশি হতেই পারেন।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে সুখবর

শনিবার সকাল থেকেই পুরো দিনের বেলা মেলবোর্নে বৃষ্টি হয়নি এবং আবহাওয়ার ব্যাপক উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে। কিছু দিন আগে অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছিল ম্যাচের দিনে ৬০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মেঘের আচ্ছাদন এখনও মেলবোর্নের আকাশ জুড়ে রয়েছে, তবে ৩০ কিমি/ঘন্টা বেগে ঝোড়ো হাওয়ার কারণে মেঘলাভাব ক্রমশ কেটে যাচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ম্যাচের আগে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন প্রায় নেই।

উভয় দেশের ভক্তদের জন্যই এটি অত্যন্ত সুখবর কারণ তাঁরা অধীর আগ্রহর সঙ্গে রবিবার দুই দলের মুখোমুখি হওয়ার অপেক্ষা করছিলেন। তবে ম্যাচের আগের দিন গভীর রাতের দিকে অ্যাকুওয়েদার-এর রিপোর্টে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের প্রাথমিক ওভারগুলিতে বিশেষ প্রভাব না থাকলেও দ্বিতীয় ইনিংসে আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের দিন আবহাওয়া ঠিক থাকে কিনা এবং দুই এশিয়ান দলের মধ্যে সম্পূর্ণ ম্যাচ হয় কিনা সেই দিকে নজর থাকবে।

বৃষ্টি খেলায় প্রভাব না ফেললে উভয় দলই দৃঢ়ভাবে অভিযান শুরু করার দিকে তাকিয়ে থাকবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত গত সংস্করণে পাকিস্তানের বিরুদ্ধে হারের বদলা নিতে চাইবে।