টি-২০ বিশ্বকাপ ২০২২: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটিও টি-২০ ম্যাচ জেতেনি নিউজিল্যান্ড

Australia Win
Team Australia. (Image Source: Twitter)

প্রিভিউ

২২শে অক্টোবর, শনিবার, সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) সুপার ১২ পর্বের সূচনা হতে চলেছে গত সংস্করণের ফাইনালে খেলা দুই দল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে৷ গত বছর ফাইনালে অস্ট্রেলিয়া দাপটের সঙ্গে জিতে প্রথমবারের জন্য কুড়ি ওভারের ফর্ম্যাটের শিরোপা দখল করেছিল। 

এই মাসের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক হারের পর কিউইরা তাদের প্রস্তুতি ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিব্রতকর পরাজয়ের শিকার হয়। তবে সেই হতাশা কাটিয়ে দারুণ ছন্দে বিশ্বকাপ শুরু করার জন্য জয়ের দিকে তাকিয়ে থাকবে কেন উইলিয়ামসনের নেতৃত্বাদী দল। চোটের কারণে অলরাউন্ডার ড্যারিল মিচেল ও পেসার অ্যাডাম মিল্‌ন অনিশ্চিত।

অন্যদিকে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে পরাজিত হওয়ায় টুর্নামেন্টের শুরুতে উদ্বিগ্ন থাকবে। গ্লেন ম্যাক্সওয়েলের ধারাবাহিক ব্যর্থতা দলের চিন্তা বাড়িয়েছে, তবে লোয়ার মিডল অর্ডারে টিম ডেভিড অ ম্যাথিউ ওয়েডের বিস্ফরক ব্যাটিং টিম ম্যানেজমেন্টকে ভরসা যুগিয়েছে। উভয় দলের বোলিং বিভাগেই বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে এবং এই বিভাগে দুই দলের দুশ্চিন্তা তুলনামূলকভাবে কম।

পিচ রিপোর্ট

সিডনিতে অবিরাম বৃষ্টির কারণে এসসিজির পিচ কেমন আচরণ করবে তা আন্দাজ করা কঠিন। তবে আর্দ্রতা বেশী থাকায় বোলারদের জন্য সাহায্য বেশী থাকবে। প্রথমে ব্যাটিং করা দল কমপক্ষে ১৬০ রান না তুললে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো কঠিন হবে।

সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ড

মার্টিন গাপ্টিল, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, জেমস নিশ্যাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভিড ওয়ার্নার বিধ্বংসী ওপেনার গত পাঁচ ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করেছেন এবং গত বছরের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এই বছরও শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে চাইবেন। বাঁ-হাতি ব্যাটার ৩০০০ টি-টোয়েন্টি রান করা থেকে মাত্র ১৫০ রান দূরে আছেন।

মার্টিন গাপ্টিল টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক গাপ্টিল নিউজিল্যান্ডের হয়ে ধারাবাহিকভাবে রান করেন এবং সিডনিতে যেহেতু বল সুইং হওয়ার সম্ভাবনা কম তাই গাপ্টিল তুলনামূলক সহজভাবে ব্যাটিং করতে পারবেন।

অলরাউন্ডার 

গ্লেন ম্যাক্সওয়েল –  টি-২০ অলরাউন্ডারদের তালিকায় নবম স্থানে থাকা গ্লেন ম্যাক্সওয়েল সম্প্রতি ফর্মে না থাকলেও যে কোন দিন একার কৃতিত্বে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। মিডল অর্ডারে ব্যাট হাতে অবদান রাখার পাশাপাশি তিনি কার্যকরী অফ স্পিনও করবেন।

মাইকেল ব্রেসওয়েল – এই বছরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ব্রেসওয়েল দলের নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেছেন এবং বল হাতে অনবদ্য পারফর্ম করছেন। মাত্র ৫.২৪ ইকোনমি রেটে ১১ ইনিংসে ১৭ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮৩.৬৭ স্ট্রাইক রেটে ৯০ রানও করেছেন।

বোলার

অ্যাডাম জ্যাম্পা – অস্ট্রেলিয়ার প্রধান স্পিনার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের স্পিন সহায়ক পিচে সাফল্য পেতে পারেন। নিউজিল্যান্ডের ব্যাটারদের স্পিন খেলতে পারার দক্ষতা শীর্ষমানের নয়, ফলে জ্যাম্পার দখলে বেশ কিছু উইকেট আসতে পারে।

ট্রেন্ট বোল্ট – বাঁ-হাতি পেসার বোল্টের সুইং করার সহজাত দক্ষতা আছে এবং আন্তর্জাতিক টি-২০তে ১৭তম র‍্যাঙ্কে থাকা বোল্ট কিউয়ি পেসারদের মধ্যে সবার আগে আছেন। ফিঞ্চের নড়বড়ে ডিফেন্সকে চ্যালেঞ্জ জানাতে পারেন বোল্ট।

উইকেটকিপার 

ডেভন কনওয়েপাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের পাঁচ ইনিংসে ২৩৩ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কনওয়ে। তিনি নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে শীর্ষ পারফর্মারদের একজন এবং এই বছর আটটি টি-টোয়েন্টিতে ৫৬.৫ গড়ে ৩৩৯ রান করেছেন।

অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ডেভিড ওয়ার্নার, মার্টিন গাপ্টিল, মিচেল মার্শ (অধিনায়ক)ডেভন কনওয়ে (সহ-অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, জেমস নিশ্যাম, মাইকেল ব্রেসওয়েল, প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জ্যাম্পা, জস হ্যাজেলউড।