টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ ম্যাচ ১৬, ভারত বনাম পাকিস্তান, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

ভারতীয় ব্যাটারদের দিকে নজর

Virat Kohli and Babar Azam
Virat Kohli and Babar Azam. (Photo Source: Getty Images)

চির-প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আজ মুখোমুখি তাদের প্রথম ম্যাচে। টি-২০ বিশ্বকাপে ৫বার মুখোমুখি হয়েও পাকিস্তান একবারও ভারতকে হারাতে পারেনি। আজ তাদের সামনে সুযোগ লজ্জার রেকর্ড ভাঙ্গার। অন্যদিকে ভারতের লক্ষ্য হবে তাদের দাপট বজায় রাখার। দুবাইতে হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

ভারত বনাম পাকিস্তান ম্যাচের সম্ভাব্য একাদশ

ভারত 

কে এল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

পাকিস্তান

বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাখার জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ।  

ফ্যান্টাসি ক্রিকেটে কাদের নেওয়া উচিত

ব্যাটার

বিরাট কোহলি – আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ স্থানে থাকা কোহলি ৯০ ম্যাচে করেছেন ৩১৫৯, গড় ৫২.৬৫, স্ট্রাইক রেট ১৩৯.০৪। তাঁর কাধে আজ বড় দায়িত্ব।

বাবর আজম – আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ স্থানে থাকা বাবর ৬১ ম্যাচে করেছেন ২২০৪ রান, গড় ৪৬.৮৯, স্ট্রাইক রেট ১৩০.৬৪।

অলরাউন্ডার

রবীন্দ্র জাডেজা – আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত ফর্মে থাকা জাডেজা এই বিশ্বকাপেও ব্যাট ও বল হাতে বড় অবদান রাখবেন এমনটাই প্রত্যাশিত।

মহম্মদ হাফিজ – হাফিজের অভিজ্ঞতা পাকিস্তানের কাজে লাগবে। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ২৪২৯ রান করার পাশাপাশি ৬০ উইকেট নিয়েছেন। 

বোলার

জাসপ্রীত বুমরা – আন্তর্জাতিক টি-২০তে ৫০ ম্যাচে ৫৯ উইকেট তাঁর ঝুলিতে। ডেথ ওভারে তাঁর ইয়র্কার পাকিস্তানকে বিপদে ফেলতে পারে।

শাহীন শাহ আফ্রিদি – আন্তর্জাতিক টি-২০তে ৩০ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন এই বিধ্বংসী বাঁ-হাতি পেসার। তাঁর সুইং সম্পর্কে ভারতীয় ব্যাটারদের সাবধান থাকা উচিত। 

উইকেটকিপার 

ঈশান কিষাণ – ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৭০ রানে অপরাজিত ছিলেন। আইপিএলের শেষ দিকের ম্যাচগুলিতেও তিনি রান পাচ্ছিলেন।  

ভারত বনাম পাকিস্তান ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

বাবর আজম, বিরাট কোহলি, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, মহম্মদ হফিজ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, ইমাদ ওয়াসিম, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরা (অধিনায়ক), শাহীন শাহ আফ্রিদি (সহ-অধিনায়ক)