টি ২০ বিশ্বকাপে ম্যাচ সম্প্রচারে থাকছে বিশেষ চমক

T20 World Cup Trophy.
T20 World Cup Trophy. (Getty Images)

করোনা পরিস্থিতিতে মাঠে দর্শক আসা অনেক দিন আগে থেকেই বন্ধ ছিল। তবে সম্প্রতি মাঠে দর্শক আসার অনুমতি মিলেছে। কিন্তু যাঁরা বাড়ি থেকে ম্যাচ দেখবেন তাঁদের জন্য একের পর এক চমক দিতে চলেছে ব্রডকাস্ট সংস্থা। এ বার স্টার এবং ডিজনির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দলের তৈরি করা নতুন প্রযুক্তির ব্যবহার দেখতে পাওয়া যাবে টি-২০ বিশ্বকাপের সুপার-১২-র ম্যাচ সম্প্রচারের সময়। এর মধ্যে রয়েছে অ্যানালিটিক্সের নতুন টুল,নয়া ক্যামেরা টেকনলজি, ইমার্সিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাফিক্স, প্রি এবং পোস্ট শোয়ের জন্য ভার্চুয়াল এবং অটোমেটেড সেট সহ একগুচ্ছ ক্রিকেট দেখার নয়া পদ্ধতি বলা যেতে পারে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে রোবোটিক স্ট্যাটিসটিক্স জিনিয়াস ‘ক্রিকো, অটোমেটিক ক্যামেরা পজিশনিং, প্রযুক্তির দ্বারা ফিল্ডিং পজিশান পর্দায় তুলে ধরা থেকে সুপার স্লো-মোশন রিপ্লে। অটোমেটিক ক্যামেরার মাধ্যমে ২২ গজের ৩৬০ ডিগ্রি পাখির চোখের মতন দৃষ্টি অর্থাৎ ‘বার্ডস আই ভিউ’ পাওয়া যাবে ড্রয়িংরুমে বসেই। মাঠে ক্রিকেটারদের মুভমেন্টের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হবে।

অন্যদিকে, ইংল্যান্ডে পাঁচ টেস্ট সিরিজে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। কিন্তু পঞ্চম টেস্ট খেলা হয়নি। সেই টেস্ট ম্যাঞ্চেস্টারে হওয়ার কথা থাকলেও ভারতের ফিজিওর করোনা ধরা পড়ায় সেই টেস্ট বাতিল হয়ে যায়। অবশ্য আগে হেড কোচ রবি শাস্ত্রী, ফিল্ডিং কোচ শ্রীধর এবং বোলিং কোচ ভরত অরুন করোনা আক্রান্ত হয়েছিলেন।

এবার সেই পঞ্চম টেস্ট কবে খেলা হবে এবং কোথায় খেলা হবে সেই নিয়ে বিবৃতি দিল ইসিবি। ইসিবির তরফে জানানো হয়েছে, “ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। শেষ টেস্ট হবে এজবাস্টনে, ২০২২-এর ১ জুলাই থেকে যা শুরু।” ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসিবি। আর এই টেস্ট যে জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য।