কারোর জন্য ‘যুদ্ধ’ তো, কারোর কাছে আবার একটি ‘মওকা’ – বিশ্বকাপের সূচীতে ভারত-পাক ম্যাচ দেখে টুইটারের নানা প্রতিক্রিয়া

২৩শে অক্টোবর দুই চিরপরিদ্বন্দ্বী মুখোমুখি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে

Babar Azam, Virat Kohli and Mohammad Rizwan
Babar Azam, Virat Kohli and Mohammad Rizwan. (Photo by Francois Nel/Getty Images)

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী প্রকাশিত হওয়ার পর ক্রিকেট ভক্তরা অবশ্যই তাদের ক্যালেন্ডার চিহ্নিত করতে শুরু করে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার (২১শে জানুয়ারি) ম্যাচের তালিকা প্রকাশ করেছে, যা শীঘ্রই ক্রিকেট বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সর্বোপরি, ভারত এবং পাকিস্তান, ২০২১ সংস্করণের মতোই, একে অপরের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করতে প্রস্তুত। 

২৩শে অক্টোবর ঐতিহ্যমণ্ডিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুই চিরপ্রতিদ্বন্দী একে অপরের বিরুদ্ধে নামবে। উল্লেখ্য, সূচী ঘোষণা হওয়ার পর উভয় দেশের ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা এসেছে এবং যার প্রতিক্রিয়া দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা কেবল ২২ গজেই সীমাবদ্ধ নয়। এই ম্যাচকে কেন্দ্র করে তাই দুই দেশের ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে থাকে এবং আসন্ন ম্যাচটিও তার ব্যতিক্রম হবে না। এটা অবশ্যই উল্লেখ্য যে এই দুই পক্ষ যখন শেষবার মুখোমুখি হয়েছিল তখন ইতিহাস লেখা হয়েছিল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলির নেতৃত্বে, ভারত মেন ইন গ্রিনের বিরুদ্ধে একটি অপরাজেয় বিশ্বকাপ রেকর্ড নিয়ে খেলায় নেমেছিল। সেই প্রতিযোগিতার আগে, দুই দল বৈশ্বিক ইভেন্টে ১২ বার মুখোমুখি হয়েছিল – ৭টি ওডিআইতে, ৫টি টি-টোয়েন্টিতে – এবং ভারত প্রতিবারই বিজয়ী হয়েছিল।   

ভারত যেহেতু প্রস্তুতিমূলক খেলায় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে ব্যাপক ব্যবধানে পরাজিত করেছিল, তাই অনেকেই ধরে নিয়েছিল মেন ইন ব্লু আরও একবার পাকিস্তানকে ধরাশায়ী করবে। তবে বাবর আজমের নেতৃত্বাধীন দল সেদিন ভিন্ন মেজাজে নেমেছিল। ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুলকে শুরুতেই আউট করে শাহীন শাহ আফ্রিদি পাকিস্তানকে একটি দুর্দান্ত সূচনা দেন। 

তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করলেও অপর প্রান্ত থেকে তিনি তেমন সমর্থন পাননি। ভারত তাদের নির্ধারিত ২০ ওভারে ১৫১/৭-এর একটি সম্মানজনক স্কোর খাড়া করতে সক্ষম হয়। যদিও পাকিস্তানের ব্যাটাররা রানটিকে খুব একটা সম্মানজনক রাখেননি। 

অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান অনবদ্য ব্যাটিং প্রদর্শনী তুলে ধরেন এবং ভারতীয় বোলারদের অনায়াসে মোকাবিলা করেন। উভয় ওপেনার অপরাজিত হাফ সেঞ্চুরি করে পাকিস্তানকে ১৭.৫ ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন। ১০ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। এইবার সেই হারের বদলা ভারত নিতে পারে কিনা এখন সেটাই দেখার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের আরও একবার ম্যাচের ঘোষণার পরে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখালো