কাফ মাসলের চোটে টি-২০ বিশ্বকাপের বাইরে লকি ফার্গুসন

স্ক্যানের রিপোর্ট থেকে জানা যাচ্ছে কম করে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি

Lockie Ferguson
Lockie Ferguson. (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)

টি-২০ বিশ্বকাপে তাদের অভিযান শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার কয়েক মুহূর্তে আগে জানা যায় যে লকি ফার্গুসন চোটের কারণে টূর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। কাফ মাসলের চোট গুরুতর হওয়ায় তাঁর পক্ষে এই বিশ্বকাপে আর অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।

প্রাক-ম্যাচ ট্রেনিংয়ে ফার্গুসন টিম ম্যানেজমেন্টকে জানান যে তিনি কাফে টান অনুভব করছেন। সঙ্গে সঙ্গে তাঁর স্ক্যান করা হয়। স্ক্যানের রিপোর্ট এলে দেখা যায় যে গ্রেড টু টিয়ারের ফলে তাঁর কাফ ক্ষতিগ্রস্ত। এই চোটের কারণে তিনি তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড ফার্গুসনকে হারানোর পর বলেছেন যে তাঁর অনুপস্থিতি দলের অনেক ক্ষতি করে দিয়ে গেল। তিনি এও জানান তাঁদের গোটা দল ফার্গুসনের চোট নিয়ে চিন্তিত।

স্টেড বলেছেন, “টূর্নামেন্টটা শুরু করতে যাব আর তখনই ফার্গুসনের ছিটকে যাওয়া আমাদের জন্য ক্ষতিকর। এই মুহূর্তে সমগ্র দল ওর কথা ভেবে চিন্তিত।”

সম্প্রতি ফার্গুসন যে ফর্মে ছিলেন তাতে তাঁর না থাকা কিউয়িদের অভিযানকে বড় ধাক্কা দিল নিঃসন্দেহে। তাঁর ফর্মকে স্বীকৃতি জানিয়ে এবং ফার্গুসনের অভাব যে অপূরণীয় তা মেনে নিয়েও কোচ গ্যারি স্টেড বিলাপ করেছেন। তিনি এও জানান যে ফার্গুসনের শূন্যস্থান পূরণ করবেন অ্যাডাম মিলনে।

বিগত দুই সপ্তাহ ধরেই কিউয়িদের মূল দলের সঙ্গেই ট্রেনিং করছিলেন মিলনে। তিনি রিজার্ভ স্কোয়াডের অংশ হিসেবে দলের সঙ্গে বায়ো বাবলের মধ্যেই ছিলেন। ফলে মূল স্কোয়াডে তিনি সরাসরিই যুক্ত হতে পারবেন। তাঁকে আলাদা করে কোয়ার‍্যান্টিনের মধ্য দিয়ে যেতে হবে না।

স্টেড জোড়েন, “আমাদের টি-২০ দলের একটি গুরুত্বপূর্ণ অংশ লকি। সম্প্রতি খুবই ভালো ফর্মে ছিল। তাই তাকে টূর্নামেন্টের জন্য না পাওয়া বড় ক্ষতি। যদিও আমরা ভাগ্যবান যে আমাদের হাতে অ্যাডাম মিলনের মতো একজন পরিবর্ত ক্রিকেটার আছে, যার সাম্প্রতিক ফর্মও মন্দ নয়। ও আমাদের স্কোয়াডের সঙ্গেই শেষ দুই সপ্তাহ ট্রেনিং করছে।”

নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ১৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ৩০ বছর বয়সী এই পেসার ইতিমধ্যেই ২৪টি উইকেট তুলে নিয়েছেন ১৩.১৭ গড়ে।

সদ্যসমাপ্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৮ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।