টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ ম্যাচ ১৪, ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

নজর থাকবে আইপিএল ফেরত তারকাদের দিকে

Eoin Morgan and Kieron Pollard
Eoin Morgan and Kieron Pollard. (Photo Source: Getty Images)

সুপার ১২-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গতবারের দুই ফাইনালিস্ট এবার গ্রুপ পর্বেই একে অপরের সামনে। প্রস্তুতি ম্যাচগুলিতে দুটি দলকেই খুব একটা ছন্দে দেখায়নি। তবে মূল টূর্নামেন্টে কোন দলকেই হালকাভাবে নেওয়া যাবে না। দুবাইতে হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড

জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), ডাউইড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।

ওয়েস্ট ইন্ডিজ

এভিন লিউইস, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান (উইকেটকিপার), কায়রন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়েন ব্রাভো, আকিল হোসেইন, হেডেন ওয়ালশ জুনিয়র, ওবেদ ম্যাককয়, রবি রামপল।

ফ্যান্টাসি ক্রিকেটে কাদের নেওয়া উচিত

ব্যাটার

এভিন লিউইস – বিধ্বংসী ওপেনার লিউইস আইপিএলে যেটুকু সুযোগ পেয়েছিলেন তাতেই নিজের ছাপ রেখে গিয়েছিলেন। এখনো অবধি ৪৫টি আন্তর্জাতিক টি-২০তে ৩২.১৪ গড় ও ১৫৮.০৩ স্ট্রাইক রেটে মোট ১৩১৮ রান করেছেন।

জেসন রয় – রয় ৪৮টি ম্যাচে রান করেছেন ১১৯৩, স্ট্রাইক রেট ১৪৫.৬৬। আইপিএলে স্বল্প সুযোগে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নজর কেড়েছিলেন।  

অলরাউন্ডার 

লিয়াম লিভিংস্টোন – উদ্বোধনী দ্য হান্ড্রেডের মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার নির্বাচিত লিভিংস্টোন এই বছর দুর্ধর্ষ ফর্মে আছেন। পাকিস্তানের বিরুদ্ধে এই বছর একটি সেঞ্চুরীও করেছেন।

ডোয়েন ব্রাভো – সদ্যসমাপ্ত আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সদস্য ব্রাভো ১১ ম্যাচ খেলে তিনি ৭.৮১ ইকোনমি রেটে মোট ১৪টি উইকেট নিয়েছিলেন। সদ্য টি-২০ ক্রিকেটে ৫৫০ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার হন ব্রাভো। 

বোলার

আদিল রশিদ – এই মুহূর্তে আইসিসি আন্তর্জাতিক টি-২০ র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আদিল। ৬২টি ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট।

হেডেন ওয়ালশ জুনিয়র – এই বছর ধারাবাহিকভাবে ভালো বোলিং করে আসছেন এই লেগ স্পিনার। ২০২১-এ ৬টি ইনিংসে  ৬.৮৭ ইকোনমি রেটে নিয়েছেন ১২টি উইকেট, গড় ১৩.৭৫।   

উইকেটকিপার 

জস বাটলার – বিধ্বংসী উইকেটকিপার-ব্যাটার বাটলার সমগ্র কেরিয়ারে ৮২টি ম্যাচে রান ১৮৭১, গড় ৩১.৭১, স্ট্রাইক রেট ১৩৯.৮৩। 

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

জেসন রয়, এভিন লিউইস (অধিনায়ক), ক্রিস গেইল, লিয়াম লিভিংস্টোন (সহ-অধিনায়ক), জস বাটলার, কায়রন পোলার্ড, মইন আলি, ডোয়েন ব্রাভো, ডেভিড উইলে, আদিল রশিদ, হেডেন ওয়ালশ জুনিয়র।