টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ ম্যাচ ১৩, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

ফারাক গড়তে পারেন স্পিনাররা

Aaron Finch and Temba Bavuma
Aaron Finch and Temba Bavuma. (Photo Source: Getty Images)

সুপার ১২-র প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগের কিছু সিরিজে দুটি দলকেই খুব একটা ছন্দে না দেখালেও বেশ কিছু নামী ক্রিকেটার দলে ফিরে আসার পর এখন তাদের দল অনেকটাই শক্তিশালী। আবু ধাবিতে হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়া

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকা

তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), এইডেন মার্করাম, র‍্যাসি ফান ডার ডাসেন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ডোয়েন প্রিটোরিয়াস/ভিয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, আনরিখ নর্কিয়া, তাব্রেইজ শামসি। 

ফ্যান্টাসি ক্রিকেটে কাদের নেওয়া উচিত

ব্যাটার

র‍্যাসি ফান ডার ডাসেন – পাকিস্তানের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে ৫১ বলে ১০১* করে একা হাতে ম্যাচ জিতিয়েছেন। এখনো অবধি ২৯টি আন্তর্জাতিক টি-২০তে ৩৬ গড় ও ১৩৪.৭৬ স্ট্রাইক রেটে মোট ৭৫৬ রান করেছেন।

অ্যারন ফিঞ্চ – আন্তর্জাতিক টি-২০তে আইসিসি র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ফিঞ্চ ৭৬টি ম্যাচে রান করেছেন ২৪৭৩, গড় ৩৭.৪৬, স্ট্রাইক রেট ১৫০.২৪। ১৭২ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক টি-২০তে সর্বকালের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড তাঁর দখলে। 

অলরাউন্ডার 

গ্লেন ম্যাক্সওয়েল – সদ্যসমাপ্ত আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অনিবদ্য ফর্মে ছিলেন। ৭২টি আন্তর্জাতিক টি-২০তে ১৫৮.৯৩ স্ট্রাইক রেটে ৩টি সেঞ্চুরীসহ রান ১৭৮০, বল হাতে ৭.৫১ ইকোনমি রেটে ঝুলিতে ৩১ উইকেট।

মিচেল মার্শ – এই বছর খুবই ভালো ফর্মে আছেন তিনি। ১৫টি আন্তর্জাতিক টি-২০তে ৪টি হাফ সেঞ্চুরীসহ ৪৪২ রান করেছেন, সর্বোচ্চ ৭৫। বল হাতে এই বছর ৭.২৬ ইকোনমি রেটে নিয়েছেন ৮ উইকেট। 

বোলার

তাব্রেইজ শামসি – এই মুহূর্তে আইসিসি আন্তর্জাতিক টি-২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে শামসি। এই বছর মাত্র ৫.৫৩ ইকোনমি রেটে ১৭ ম্যাচে নিয়েছেন ২৮ উইকেট।

অ্যাডাম জাম্পা – ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়ার হয়ে ভালো খেলেন এই লেগ স্পিনার। এখনো অবধি ৫০টি আন্তর্জাতিক টি-২০তে ৬.৯৭ ইকোনমি রেটে নিয়েছেন ৫২টি উইকেট। 

উইকেটকিপার

কুইন্টন ডি কক – এই বছর ১০ ম্যাচে ৫৬.৮৭ গড়ে, ১৩৫.৮২ স্ট্রাইক রেটে মোট রান করেছেন ৪৫৫। সমগ্র কেরিয়ারে ৫৭টি ম্যাচে রান ১৭৫৮, গড় ৩৫.১৬, স্ট্রাইক রেট ১৩৬.৩৮। 

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

অ্যারন ফিঞ্চ, কুইন্টন ডি কক (সহ-অধিনায়ক), স্টিভেন স্মিথ, র‍্যাসি ফান ডার ডাসেন, গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), ডেভিড মিলার, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, আনরিখ নর্কিয়া, অ্যাডাম জাম্পা, তাব্রেইজ শামসি।