টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ক্রিকেট বিশেষজ্ঞরা যে পাঁচ কারণে ফেভারিট বলছেন

Indian Cricket Team
Indian Cricket Team. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

শুরু হয়ে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১। শনিবার, ২৩ অক্টোবর থেকে সুপার ১২ রাউন্ডের খেলা। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে কাপ জয়ের ব্যাপারে বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞই ভারতকে ফেভারিট হিসেবে ধরছেন। শেন ওয়ার্ন থেকে মাইকেল ভন, ব্রেট লি থেকে স্টিভ স্মিথ-সবাই এক কথায় বলছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ব্যাপারে টিম ইন্ডিয়া বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। কিন্তু কেন? আসুন জেনে নেওয়া যাক যে পাঁচ কারণে ভারতে কাপ জয়ের ব্যাপারে এগিয়ে রাখা হচ্ছে–

১) ম্যাচ উইনার: রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, ঋষভ পন্থ থেকে হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি থেকে জশপ্রীত বুমরা। ভারতীয় দলে ম্যাচ উইনারের সংখ্যা অনেক। যারা নিজেদের দিনে যে কোনও যা জায়গা থেকে ম্যাচের রঙ বদলাতে পারেন। টি টোয়েন্টি ম্যাচে জয় পরাজয়ের বিচারে সবচেয়ে ফ্যাক্টার কোন দলে কতজন ম্যাচ উইনার থাকে। সেই বিচারে বাকি দেশগুলির থেকে ভারত এগিয়ে।

২) পিচ, পরিবেশ, পরিস্থিতির বিচারে: সংযুক্ত আরবআমিরশাহির পিচ সব সময়ই স্পিনারদের সাহায্য করে। উপমহাদেশের পিচের সঙ্গে অনেকটা মিল। ভারতীয় ক্রিকেটারদের কখনই মনে হবে না দেশের বাইরের পিচ। আরও বড় কথা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডের প্রায় সবাই ক দিন আগেই সংযুক্ত আরবআমিরশাহির পিচ, পরিবেশে খেলে অভ্যস্ত হয়ে গিয়েছেন। সেটা বড় প্লাস পয়েন্ট। সংযুক্ত আরবআমিরশাহির গরম, আদ্রতার বিষয়টা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মত দেশের ক্রিকেটারদের চাপে রাখবে।

৩) দলীয় ভারসাম্যের বিচারে: ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। তিন বিভাগে খুব সুন্দর ভারসাম্য থাকছে ভারতীয় দলে। ভারতীয় দলে যেমন ব্যাটিং গভীরতা অনেকটা থাকছে। রবীন্দ্র জাদেজা আট নম্বরে ব্যাটিংয়ে নামবেন, বোলিংয়েও অপশন অনেক

৪) ফর্মের বিচারে: ওয়ার্ম আপ ম্যাচে প্রমাণ হয়েছে ভারতীয় দল ছন্দে আছে। আইপিএলেও দেখা গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ভাল ফর্মে আছেন। ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহিলরা বুঝিয়ে দিয়েছেমন তারা ফেভারিট।

৫) অধিনায়ক বিরাট কোহলি ও মেন্টর ধোনির কম্বিনেশন: অধিনায়ক হিসেবে বিরাট কোহলির এটাই শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলেও তিনি শেষবার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। আইপিএল থেকে শূন্য হাতে ফিরেছেন তিনি। তবে ক্যাপ্টেন কোহলির বর্ণময় ক্রিকেট কেরিয়ারে অধিনায়ক হিসেবে একটা বিশ্বকাপ না থাকলে হতাশ হতেই হবে। এটাই শেষ সুযোগ। ক্যাপ্টেন কোহলির পিছনে আছেন মেন্টর ধোনি। যে ধোনি দেশকে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন। তাই অধিনায়ক কোহলি আর মেন্টর ধোনির কম্বিনেশনের জন্য ভারতকে এগিয়ে রাখতেই হচ্ছে।