সৌরভ গাঙ্গুলির মতে ফাইনালে পাল্লা ভারী নিউজিল্যান্ডের

কিউয়িদের চারিত্রিক দৃঢ়তা ও সাহসিকতার প্রশংসা বিসিসিআই সভাপতির মুখে

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

১৪ই নভেম্বর,রবিবার, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০২১ টি-২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। মহারণের আগে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়ে রাখলেন যে তিনি মনে করেন পাল্লা ভারী নিউজিল্যান্ডের দিকে। শারজাহতে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটের পরাজয দিয়ে কিউইরা তাদের অভিযান শুরু করেছিল। কিন্তু তারপর টানা পাঁচ ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে তারা। 

বুধবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে কিউইদের জেতার জন্য ২৪ বলে ৫৭ রান দরকার ছিল। কিন্তু ড্যারিল মিচেলের অপরাজিত ৪৭ বলে ৭২ এবং জেমস নিশ্যামের ১১ বলে ২৭ রান নিউজিল্যান্ডকে এক ওভার বাকি থাকতেই ১৬৭ রানের লক্ষ্যে পৌঁছে দেয়। সৌরভ গাঙ্গুলি বলেছিলেন যে এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে কিউইরা বিশ্ব মঞ্চে জেতার স্বাদ গ্রহণ করে ফেলেছে। 

বিসিসিআইয়ের সভাপতি গাঙ্গুলি সাহসিকতা এবং চারিত্রিক দৃঢ়তার জন্য কেন উইলিয়ামসন এবং তাঁর সতীর্থদের প্রশংসা করেছেন। শনিবার ৪০তম শারজাহ আন্তর্জাতিক বই মেলায় বক্তব্য রাখার সময় সৌরভ তাঁর মতামত তুলে ধরেন। 

সৌরভ গাঙ্গুলি বলেছেন, এটি একটি ছোট দেশ কিন্তু তারা দৃঢ়প্রত্যয়ী

“আমি মনে করি বিশ্ব ক্রীড়ায় নিউজিল্যান্ডের দুর্দান্ত সময় চলছে। অস্ট্রেলিয়া একটি শক্তিশালী প্রতিপক্ষ, তবে তারা একটি দুর্দান্ত ক্রিকেট খেলিয়ে দেশ হলেও বেশ কিছু বছর ধরে তাদের কঠিন সময় যাচ্ছে। আমরা টিভিতে যা দেখি তার চেয়ে নিউজিল্যান্ডের অনেক বেশি সাহস এবং চরিত্র রয়েছে,” গাঙ্গুলি বলেছেন।

“কয়েক মাস আগে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। এটি একটি ছোট দেশ কিন্তু তারা দৃঢ়প্রত্যয়ী। আমি মনে করি যে এটি নিউজিল্যান্ডের সময়,” গাঙ্গুলি বলেছিলেন।

সুপার ১২ পর্ব থেকেই ভারত ছিটকে গেলেও সৌরভ গাঙ্গুলি মনে করেন যে কয়েকটি খারাপ ম্যাচের ভিত্তিতে ভারতকে খারাপ দল বলা যায় না। ভারত বলিষ্ঠভাবে প্রত্যাবর্তন করতে সক্ষম এবং ভবিষ্যতে আরও অনেক কিছু অর্জন করার ব্যাপারে তিনি আশাবাদী। 

“প্রত্যাশা নিঃসন্দেহে খুব বেশি ছিল, কিন্তু আমি এটা দেখে খুশি হয়েছিলাম যে বেশিরভাগ সমর্থকই হার মেনে নিতে পেরেছে। তারা বিরক্ত ছিল, কিন্তু তারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়নি। দিনের শেষে বুমরাহ, শামি, রোহিত, কোহলি সবাই মানুষ। এটা শুধু দুটি খারাপ খেলার ব্যাপার ছিল। তারা ফিরে আসবে, এবং এক বছরের মধ্যে আমরা এই একই দলকে ট্রফি তুলতে দেখব,” তিনি যোগ করেছেন।