নীরজ চোপড়াকে ১ কোটি টাকা দিলো সিএসকে

Neeraj Chopra
Neeraj Chopra. (Photo Source: Twitter)

অলিম্পিক্সে দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন নীরজ চোপড়া। অ্যাথলেটিক্সে এটাই দেশের প্রথম পদক। আর নীরজ চোপড়াকে সম্মান জানাতে তাঁকে ১ কোটি টাকা তুলে দিলো চেন্নাই সুপার কিংস। সঙ্গে দেওয়া হল একটি বিশেষ জার্সিও, যেখানে সংখ্যার জায়গায় অলিম্পিক্সে নীরজের ছোড়া জ্যাভলিনের দূরত্ব লেখা রয়েছে।

সেই ছবি দিয়ে পোস্ট করেছেন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন। আর সেই ছবি পোস্ট করেছেন নীরজ চোপড়াও। সেখা নীরজ লিখেছেন, ‘এই সমর্থন এবং পুরস্কারের জন্য অনেক ধন্যবাদ। খুব ভাল লাগছে। গত দু’মাসে খুব পরিশ্রম গিয়েছে। অনেক নতুন জিনিসের অভিজ্ঞতা রয়েছে। সোনা জেতার পর এত ভালবাসা পাব, স্বপ্নেও ভাবিনি। সম্পূর্ণ অপ্রত্যাশিত। আরও ভাল ফলাফলের জন্য আপ্রাণ চেষ্টা করব’।

অন্যদিকে, জল্পনাতেই শিলমোহর পড়ল। ফ্র্যাঞ্চাইজিগুলি সর্বাধিক ৪ জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে। ইতিমধ্যেই আগামী আইপিএল ১০ দলের হতে চলেচে। নতুন দুই দল আমেদাবাদ এবং লখনউ। তারপর নতুন রিটেন পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা চলছিল। সেই সঙ্গে জল্পানও কম হয়নি। অবশেষে আজ একটি মেল মারফৎ সবকিছু জানিয়ে দিয়েছে বোর্ড।

জানা গিয়েছে বিসিসিআই যে মেল পাঠিয়েছে সেখানে লেখা রয়েছে, ‘সর্বপ্রথম আগে থেকেই টুর্নামেন্ট খেলা আট ফ্রাঞ্চাইজি সর্বাধিক চারজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাবে। তারপর মেগা নিলামের আগে দুই দল সর্বাধিক তিন জন করে ক্রিকেটারকে নেওয়ার সুযোগ পাবে।’ ৩০ নভেম্বরের মধ্যেই আট ফ্রাঞ্চাইজিকে তাদের রিটেন করা খেলোয়াড়দের নাম জানাতে হবে এবং তার ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বাকি দুই নতুন ফ্রাঞ্চাইজি নিজেদের খেলোয়াড় বাছাই করে জানাবে।