রোহিত-বিরাটের সম্পর্ক ভালো নয়, আজহারের এমন মন্তব্যকে একহাত নিলেন গাভাস্কার

প্রমাণ ছাড়া সিদ্ধান্তে উপনীত না হওয়ার বার্তা দিলেন সানি

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

বিসিসিআই ওডিআই অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করার পর থেকেই ক্রিকেট মহল মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে। ঘোষণার আকস্মিকতা এবং পুরো প্রক্রিয়ায় যোগাযোগের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শর্মা এবং বিরাট কোহলির মধ্যে কথিত ফাটল নিয়ে কিছু আলোচনা শুরু হয়েছিল। এর মধ্যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ আজহারউদ্দিন একটি টুইট পোস্ট করেছিলেন যা আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেই টুইটকে উদ্দেশ করে গাভাস্কার একহাত নিলেন আজহারকে। 

“বিরাট কোহলি জানিয়েছেন যে তিনি ওডিআই সিরিজের জন্য উপলব্ধ নন এবং আসন্ন টেস্টে রোহিত শর্মা অনুপলব্ধ। বিরতি নিতে কোন ক্ষতি নেই তবে সেটার সময় আরও ভাল হতে হবে। এটি কেবল সম্পর্কের ফাটলের  জল্পনাকে মজবুত করে। কেউই ক্রিকেটের অন্যান্য ফর্ম ত্যাগ করবে না,” আজহারউদ্দিন টুইট করেছিলেন।  

আজহারের কাছে কোন তথ্য থাকলে প্রকাশ্যে বলা উচিত – টুইটে অসন্তুষ্ট সানি একহাত নিলেন আজ্জুকে 

বুধবার, ১৫ই ডিসেম্বর একটি মিডিয়ার সঙ্গে কথোপকথনে বিরাট কোহলি বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি জোর দিয়ে জানান যে তিনি কখনই বিরতি চাননি এবং ওয়ানডে সিরিজের নির্বাচনের জন্য উপলব্ধ। তিনি তাঁর এবং রোহিতের মধ্যে ফাটলের গুজব নিয়েও মুখ খুলেছিলেন।

“আমার এবং রোহিত শর্মার মধ্যে কোনো সমস্যা নেই। আমি আড়াই বছরেরও বেশি সময় ধরে এই জিনিসগুলি বলতে বলতে ক্লান্ত। আমি যা করব তা কখনই দলকে নিচের দিকে নিয়ে যাবে না। রোহিত এবং আমার মধ্যে কোনও সমস্যা নেই,” কোহলি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন। 

ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার আজহারউদ্দিনের বক্তব্যে খুব একটা খুশি ছিলেন না। তিনি বলেছিলেন যে প্রাক্তন খেলোয়াড়ের কাছে যদি কিছু ভিতরের তথ্য থাকে তবে তার বরং প্রকাশ্যে এসে সবাইকে তা জানানো উচিত। তিনি আরও যোগ করেছেন যে এই অনুমানগুলি সেই দুই খেলোয়াড়ের জন্য ন্যায্য নয় যারা বছরের পর বছর ভারতীয় ক্রিকেটকে দুর্দান্তভাবে সেবা করেছেন।  

“যদি না উভয় খেলোয়াড়ই কিছু প্রকাশ্যে বলে, আমাদের সিদ্ধান্তে উপনীত উচিত নয়। হ্যাঁ, আজহার কিছু বলেছেন; কী ঘটেছিল তা নিয়ে যদি আজহারের কাছে ভিতরের কিছু তথ্য থাকে, তাহলে তাকে প্রকাশ্যে আসতে হবে এবং কী ঘটেছে তা আমাদের জানাতে হবে। আমি উভয় খেলোয়াড়কে সন্দেহের উর্ধ্বে রাখব কারণ তারা দুর্দান্তভাবে ভারতীয় ক্রিকেটকে সেবা করেছে। আমি মনে করি না যে আমাদের কারও পক্ষে তাদের দিকে আঙুল তোলা ন্যায়সঙ্গত হবে,” ইন্ডিয়া টুডেতে গাভাস্কার বলেছেন।