ওডিআই বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন্সের প্রস্তুতির দায়িত্ব নিল ১২ জন সদস্যের বিশেষ কমিটি, এতে সৌরভ গাঙ্গুলীও রয়েছেন
আপডেট করা - Aug 24, 2023 3:53 pm
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সাথে (সিএবি) ঘনিষ্ঠভাবে কাজ করছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী। ৫ই অক্টোবর থেকে ওডিআই ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্টটি শুরু হতে চলেছে। কলকাতার ইডেন গার্ডেন্স আসন্ন বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজন করবে। এর মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিও রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, সিএবি ইডেন গার্ডেন্সের উন্নয়নকার্য তদারকি করার জন্য ১২ জন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীও রয়েছেন। সম্প্রতি অ্যাওয়ে ড্রেসিংরুমে আগুন লাগার কারণে স্টেডিয়াম এবং বোর্ড ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিল। এই ধরণের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে সিএবি। ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সব কাজ সম্পন্ন করে ফেলতে চাইছে কমিটি।
২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় সিএবির সভাপতি ছিলেন সৌরভ গাঙ্গুলী। এরপর টি-২০ বিশ্বকাপ ২০২১-এর সময় বিসিসিআইয়ের সভাপতি হিসেবে কাজ করেছিলেন তিনি। সুতরাং, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বড় টুর্নামেন্ট পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে।
সৌরভ গাঙ্গুলী ইডেন গার্ডেন্সের উন্নয়নকার্যের বিষয়ে একটি আপডেট দিয়েছেন। ইন্ডিয়া টুডে তার বক্তব্যকে উদ্ধৃত করেছে, “ইডেনের কাজ ভালোভাবে চলছে। কাজটি সময়মতো শেষ হয়ে যাবে।”
“আমরা সকলেই এই মহান যজ্ঞে সাফল্য অর্জনের জন্য প্রস্তুত” – স্নেহাশিস গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী বাদেও বিশেষ কমিটিতে প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং স্নেহাশিস গাঙ্গুলীও রয়েছেন। পুরো কাজের প্রক্রিয়া সম্পর্কে কথা বলেছেন স্নেহাশিস। তিনি বলেছেন যে তারা টুর্নামেন্টে একটি বিশাল সাফল্য পাবেন বলে আশা করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে সিএবিকে নেতৃত্ব দিচ্ছেন স্নেহাশিস।
স্নেহাশিস গাঙ্গুলী বলেন, “আমরা বিশ্বকাপের জন্য ১২ জন সদস্যের একটি কমিটি তৈরি করেছি। আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সৌরভ ও অভিষেক দুজনকেই রাখা হয়েছে। আমরা সকলেই এই মহান যজ্ঞে সাফল্য অর্জনের জন্য প্রস্তুত।”
আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারত তাদের প্ৰথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ৮ই অক্টোবর, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৫ই নভেম্বর, ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এছাড়া ইডেন গার্ডেন্সে রাউন্ড রবিন পর্যায়ে আর কোনো ম্যাচ খেলবে না ভারত।