ওডিআই বিশ্বকাপের আগে রোহিত শর্মার অধিনায়কত্বের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন শোয়েব আখতার

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Twirtter)

সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় দলকে অনেকদিন ধরেই অধিনায়কত্ব নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পর ভারতের টি-২০ ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। এরপর তাকে ওডিআই ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপর টেস্ট অধিনায়কের পদকে বিদায় জানিয়ে দেন কোহলি। শেষমেশ তিনটি ফরম্যাটেই ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান রোহিত শর্মা। অন্যদিকে, অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও বেশ কয়েকবার সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। অনেকেই মনে করছেন যে ভবিষ্যতে হার্দিককে টি-২০ ক্রিকেটে ভারতের অধিনায়ক করা হবে।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের মুখে অনেকবারই রোহিত শর্মার প্রশংসা শোনা গেছে। তবে তিনি রোহিত শর্মার অধিনায়কত্বে কিছু খামতি খুঁজে পেয়েছেন এবং সেই ব্যাপারে তিনি কথাও বলেছেন। তার মতে রোহিতের ভারতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণ করা উচিত হয়নি। এছাড়াও তিনি বলেছেন যে রোহিতের চাপের সময় আতঙ্কিত হওয়ার প্রবণতা আছে। তবে তিনি মনে করছেন যে রোহিত ভারতীয় দলকে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে সক্ষম।

রেভ স্পোর্টজকে শোয়েব আখতার বলেন, “রোহিত একজন দুর্দান্ত মানুষ। কিন্তু আমি মনে করি না তার অধিনায়কত্ব নেওয়া উচিত ছিল। চাপের মধ্যে তিনি কিছুটা আতঙ্কিত হয়ে যান। তিনি সম্ভবত বিরাট কোহলির থেকেও বেশি প্রতিভাবান এবং তার কাছে সব শট আছে। কিন্তু অধিনায়কত্ব কি তার জন্য উপযুক্ত? আমি বেশিরভাগ সময় নিজেকে প্রশ্ন করি। তবে তার সাথে ঘরের দর্শক থাকবে এবং বিশ্বকাপ জেতার ক্ষমতা তার আছে।”

“মিডিয়া খেলোয়াড়দের উপর খুব বেশি চাপ দেয়” – শোয়েব আখতার

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পরে এখনও পর্যন্ত আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। শোয়েব আখতার এই ব্যাপারেও নিজের বক্তব্য জানিয়েছেন।

শোয়েব আখতার বলেন, “আমি ২০১৩ সালের পরে অনুভব করেছি, অধিনায়কত্ব কিছুটা অর্থহীন হয়ে গেছে। বিরাট মাঝে মাঝে অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে যেতেন। রোহিত একটু বেশি আতঙ্কিত হয়ে যেতেন। মিডিয়া খেলোয়াড়দের উপর খুব বেশি চাপ দেয়। তারা দেখায় যেন ভারত ম্যাচ হারতে পারে না। কেন পারে না? তারাও হেরে গেলে তাদের দোষ দেয়। এটা করবেন না।”

৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হচ্ছে। এইবারের বিশ্বকাপের আয়োজক দেশ হল ভারত। আসন্ন ওডিআই বিশ্বকাপটি ভারত জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।