পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে তাঁর এবং রোহিত শর্মার বোঝাপড়া নিয়ে মুখ খুললেন শুভমন গিল
আপডেট করা - Sep 9, 2023 7:36 pm
পাকিস্তানের বিরুদ্ধে প্রখম ম্যাচে জিততে পারেনি ভারতীয় দল। সেই বৃষ্টিতে ভেস্তে গেলেও লসেখানে শুভমন গিল, রোহিত শর্মাদের পারফরম্যান্স এরকেবারেই ভাল ছিল না। সেই পারফরম্যান্স নিয়ে সমালোচনাও কম হয়নি। আবারও একবার পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে সেই ম্যাচে নামার আগে তাঁর ও রোহিত শর্মার জুটি নিয়ে বেশ আত্মবি্শ্বাসী ভারতীয় দলের তরুণ ক্রিকেটার শুভমন গিল। তাঁর মতে তাদের দুজনের বোঝাপড়াটাই তাদের সাফল্যের দিকে এগিয়ে দেবে।
পাকিস্তানের বিরুদ্ধে না পারলেও, নবেপালের বিরুদ্ধেই রোহিত শর্মার ব্যাটে রান এসেছিল। একইসঙ্গে রান এসেছিল সুভমন গিলের ব্যাটেও। এই ম্যাচে তাদের দুজনের কাওকেই আউট করা সম্ভব হয়নি। জয় তুলে নিয়েছিল ভারতীয় দল। শুরু তেকেই নেপালের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। সেই পারফর্ম্যান্সটাই এবার যে পাকিস্তানের বিরুদ্ধেও তারা ধরে রাখতে চাইছেন তা বেশ স্পষ্ট। পাকিস্তানের বিরুদ্ধে এঅ দুই ক্রিকেটারের ব্যাট থেকে বড় রানের প্রত্যাশায় সকলে।
নেপালের বিরুদ্ধে রোহিত শর্মা ও শুভমন গিল দুজনই অর্ধশতরান পেয়েছেন
পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে শুভমন গিলের মুকেও সেই একই কথা শোনা গিয়েছে। রোহিত শর্মার সঙ্গে তাঁর বোঝাপড়া নিয়েই মুখ খুলেছেন শুভমন গিল। পাওয়ার প্লের মঞ্চে শুভমন গিল যখন গ্রাউন্ড শট খেলতে বিশেষ ভালবাসেন। সেই সময়ই রোহিত শর্মার পছন্দ এরিয়ান শট। তাদের দুজনের মধ্যে একটা আলাদা বোঝাপড়া রয়েছে। সেটাই যে এবার শুভমন গিল পাকিস্তানের বিরুদ্ধে কাজে লাগাতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না।
পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে শুভমন গিল জানিয়েছেন, “আমি এমন একজন ক্রিকেটার যে পাওয়ার প্লে-তে গ্রাউন্ড শট খেলতেই সবচেয়ে বেশী ভালবাসেন। সেখানেই রোহিত শর্মা বোলারদের বিরুদ্ধে এরিয়াল শট খেলতে বেশী ভালবাসেন। আমাদের দুজনের এই কম্বিনেশনটাই সবচেয়ে ভাল কাজে দেয়। আমরা দুজন ক্রিকেটার যতটাই ভিন্ন হই, সেটা বোলারদের ততটাই সমস্যার মধ্যে সামনে ফেলে দেয়”।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই দুই তারকা ক্রিকেটার। বড় রানের খাতা খুলতে পারেননি রোহিত শর্মা এবং শুভমন গিল। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচই পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াকে মরিয়া হয়ে রয়েছেন শুভমন গিল।