২৯ অগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল, প্রথম ম্যাচে নামতে পারেন লোকেশ রাহুল
আপডেট করা - Aug 28, 2023 1:10 pm

এশিয়া কাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এখন শুধুই বাইশগজে বল গড়ানোর অপেক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে প্রতিটি দেশের। ভারতও যে তার ব্যতিক্রম নয় তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২৯ অগস্টই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এসিয়াকাপের মঞ্চে ভাকতীয় দল সাফল্য পায় কিনা তা তো সময়ই বলবে। সেইসঙ্গে শোনাযাচ্ছে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নাকি নামতে পারেন লোকেশ রাহুলও। আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল।
গত শুক্রবার থেকে এনসিএ-তে প্রস্তুতিত শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্য়াচেই ভারতকে নামতে হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। শুরু থেকেই পাক বাহিনী তাদের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা ভালভাবেই জানা রয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। সেভাবেই প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় শিবির। গতবার এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্য়াচ জিততে পারলেও, দ্বি্তীয় ম্যাচে হারতে হয়েছিল ভারতীয় দলকে। সেই ঘটনার পূণরাবৃত্তি যাতে ফের না হয়সেদিকোও নজর রয়েছে রাহুল দ্রাবিড়ের ছেলেদের।
গত শুক্রবার থেকে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছিল ভারতীয় দল
তবে এশিয়া কাপে ভারতীয় দলের পথ চলা শুরু করার আগে সবচেয়ে বেশী নজর ছিল লোকেশ রাহুলের দিকে। কারণ ভারতীয় দলে ফিরলেও পুরোপুরি্ চোট মুক্ত কিন্তু নন এই তারকা ক্রিকেটার। এশিয়া কাপের দল ঘোষণার পরই সেই কথা শোনা গিয়েছিল ভারতীয়.দলের প্রধান নির্বাতক অজিত আগরকরের মুখে। লোকেশ রাহুলের হাল্কা একটা চোট থাকার কথা জানিয়েছিলেন তিনি। আর সেইসঙ্গেই সুরু হয়ে গিয়েছিল নানান হিসাব নিকাশ। শোনাযাচ্ছিল প্রথম ম্যাচে নাকি পাকিস্তানের বিরুদ্ধেও খেলতে পারবেন না তিনি।
ভারতীয় দল মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করতে চলেছে। ২ সেপ্টেম্বরই প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। প্রথমে লোকেশ রাহুলকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও শোনাযাচ্ছে প্রথম ম্যাচে নাকি পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারেন তিনি। তাঁর ফিটনেস নিয়ে নাকি বোর্ডের মেডিক্যাল দল ইতিবাচক বার্তাই দিয়েছে। গত রবিবার ভারতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতিতে বিরতি ছিল। টিম মিটিং এবং ডেক্সা টেস্ট হয়েছে সেদিন। তবে লোকেশ রাহুলের ওপরই ছিল সকলের বিশষ নজর।
শোনাযাচ্ছে লোকেশ রাহুল নাকি অনেকটাই সুস্থ হয়েছেন। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামতেও পারেন তিনি।অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররা শাহিন আফ্রিদির মোকাবিলা করার প্রস্তুতি তুঙ্গে রয়েছে। বিশেষ করে গত শনিবার বিরাট কোহলি, রোহিত শর্মারা শাহিনকেই খেলার প্রস্তুতি সারছিলেন। এখন শুধুই ভারতীয় দলের মাঠে নামার অপেক্ষায় সকলে।