দেশের জার্সিতে প্রথম টি২০ সেঞ্চুরীর মঞ্চেই বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন শুভমন গিল

Shubman Gill
Shubman Gill. ( Image Source: disney + hotstar )

কয়েকদিন আগেই একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেছিলেন শুভমন গিল। তবে টি টোয়েন্টিতে সময়টা খুব একটা ভাল যাচ্ছিল না। অবশেষে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই সমস্ত জবাব দিয়ে দিলেন শুভমন গিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই দেশের জার্সিতে টি টোয়েন্টি কেরিয়ারের প্রথম সেঞ্চুরী করে ফেললেন তিনি। সেইসঙ্গেই গড়বেন একাধিক রেকর্ডও। এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটার হিসাবে সর্বোচ্চ ব্যাক্তিগত রান করলেন এই তারকা ক্রিকেটার। আর ততেই আপ্লুত সলকে।

এসিয়া কাপের ম়ঞ্চে দেশের জার্সিতে টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন বিরা কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচেই ১২২ রানের দুর্ধর্ ইনিংস খেলে টি টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটার হিাসাবে সর্বোচ্চ রানের রেকর্ড গ়েছিলেন বিরাট কোহলি। কিন্তু সেই রেকর্ড বেশীদিন ধরকে রাখতে পারলেন না তিনি। নতুন বছরেই  বিরাট কোহলির সেই রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬৩ বলে ১২৬ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি। সেইসঙ্গে ভারতীয় দলের জয়ের রাস্তাটাও তৈরি করে দিয়ে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটারই।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৫৪ বলে সেঞ্চুরী করেছেন শুভমন গিল

একইসঙ্গে এদিন টি টোয়েন্টির মঞ্চে কনিশ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে সেঞ্চুরী করার রেকর্ডও গড়েছেন তিনি। মাত্র ২৩ বছর বয়সেই টি টোয়েনে্টি ক্রিকেটে সেঞ্চুরী পেয়েছেন শুভমন গিল। রোহিত শর্মা, বিরাট কোহলিদের টপকে টি টোয়েন্টিতে এ্খন ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক শুভমন গিল। তাঁর এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে। ভারতীয় ক্রিকেট মহল তো বটেই বিশ্ব ক্রিকেট মহলেও চলছে শুধুই তাঁকে নিয়ে আলোচনা।

এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শুভমন গিল। ঈশান কিষাণ অবশ্য শুরুতেই ফিরে যান। যদিও তাতে ভারতীয় দলের ওপর কোনওরকম চাপই তৈরি করতে পারেনি নিউ জিল্যান্ড। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন শুভমন গিল। সম.য় যত এগিয়েছে ততই এদিন বিধ্বংসী হয়ে উঠেছিলেন শুভমন গিল। ৫৪ বলেই কেরিয়ারের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরী করে ফেলেন শুভমন গিল। সেইসঙ্গেই বিরাট কোহলি থেকে রোহিত শর্মাদের রেকর্ড ভেঙে দেন তিনি।

তাঁর হাত ধরেই এদিন ভারতীয় দল রানের পাহাড়েও পৌঁছে গিয়েছিল। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৩৪ রান করেছিল ভারতীয় দল। শুভমন গিলের ইনিংসের সৌজন্যেই যে ভারতের জয়ের রাস্তাও প্রশস্ত হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।