বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে চেতেশ্বর পূজারাকে সহ অধিনায়ক করার সিদ্ধান্তে হতবাক মহম্মদ কাইফ

Cheteshwar Pujara
Cheteshwar Pujara. (Photo by Stu Forster/Getty Images)

বুধবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। শেষ মুহর্তের প্রস্তুতি হয়ে গিয়েছে। এখন সুধুই মাঠে নামারপ অপেক্ষা। চোটেরপ জন্য  প্রথম ম্যাচে ভারতীয় দলে নেই রোহিত শর্মা। তাঁর জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। কিন্তু এই ম্যাচেই সহ অধিনায়ক হিসাবে দেখা যাবে চেতেশ্বর পূজারাকে। ভারতীয় বোর্ডের এমন সিদ্ধান্তটাই যেন হঠাত্ চমকে দিচ্ছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফকে। কেন পূজারাকে এই দায়িত্ব দেওয়া হল সেটাই যেন বুঝতে পারছেন না তিনি।

সম্প্রতি টেস্টে খুব একটা ফর্মের মধ্যে নেই চেতেশ্বর পূজারা। যদিও শেষ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতয় দলে ফের সুযোগ হয়েছিল েই তারকা ক্রিকেটারের। তবে পূজারা যে খুব একটা ভাল পারফরম্যান্স সেখানে দেখাতে পেরেছিলেন তেমনটা নয়। যদিও বাংলাদেশের বিরুদ্ধে এই সিনিয়র ক্রিকেটারের ওপরই ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিন ম্বরেই ভারতের হয়ে ব্যাটিং করতে দেখা যাবে চেতেশ্বপ পূজারাকে। সেইসহ্গেই চেতেশ্বপ পূজারার কাঁধে তুলে দেওয়া হয়েছে সহ অধিনায়কের দায়িত্বও।

ভারতের হয়ে তিন নম্বরেই ব্যাটিং করতে নামবেন চেতেশ্বর পূজারা

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তটাই যেন মেনে নিতে  পারছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। চোটের জন্য একদিনমের সিরিজে খেলতে না পারলেও টেস্টে ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন ঋষভ পন্থ। এর আগেও দেশের জার্সিতে টেস্টে তাঁরে নেতৃত্ব কিংবা সহ অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে।  কিন্তু সেখানেই চেতেশ্বর পূজারার কাঁধে হঠাত্ টেস্টের সহ অধিনায়কত্বের দায়িত্ব অনেক প্রশ্নই তুলে দিচ্ছে। অন্তত এই সিদ্ধান্তের পিছনে কারণ খুঁজে পাচ্ছেন না মহম্ম কাইফ।

এই প্রসঙ্গেই এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “এটা সত্যিই আমার কাছে একটা বড়সড় ধাক্কা। চেতেশ্বর পূজারাকে হঠাত্ইউ ভারতীয় দলের সহ অধিনায়কের ভূমিকায় দেখে আমি হতবাক হয়েছি। শেষবার সহ অধিনায়কের দায়িত্বে থাকাকালীন সেঞ্চুরী পেয়েছিলেন ঋষভ পন্থ।  নির্বাচকরা একেবারেই ক্রিকেটারদের সঙ্গে সঠিক ব্যবহার করছেন না। এমনটা হলে সেই সময় ঋষভ পন্থকে সহ অধিনায়ক না করাই উচিত্ ছিল তাদের”।

একইসঙ্গে চোট আঘাতের বিষয় নিয়েও এবার বিসিসিআইয়ের বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। সম্প্রতি গুরুত্বপূর্ণ মঞ্চে ভারতকীয় দল তাদের তারকা ক্রিকেটারদের পাচ্ছেন না। ।েমন েই সিরিজেও জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের মতো ক্রিকেটাররা নেই। এই দিকেই বাড়তি নজর দেওয়ার পরামর্শ মহম্মদ কাইফের।