কেরিয়ারের প্রথম সাত টেস্টে অর্ধশতরানের ইনিংস খেলে ইতিহাস লিখলেন সওদ শাকিল
আপডেট করা - Jul 26, 2023 3:10 pm

এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে নেমেছে পাকিস্তান। সেখানেই টেস্ট ক্রিকেটের মঞ্চে ইতিহাসস তৈরি করলেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার সওদ শাকিল। বিশ্ব ক্রিকেটের মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে কেরিয়ারের প্রথম সাতটি টেস্টেই অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি। টেস্চের মঞ্চে এর আগে কোনও ক্রিকেটারই এমন রেকর্ড গড়তে পারেননি। তা নিয়েই কর্যকত বিশ্ব ক্রিকেট মগলে এখন আলোচনা তুঙ্গে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৭ রানের ইনিংস খেলার পরই এই নতুন ইতিহাসের মালিক হয়েছেন তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেকের পর তেকেই দুরন্ত ফর্মে রয়েছেন এই তরুণ ক্রিকেটার। তাঁর হাত ধরেই প্রথম টেস্ট কার্যত জিতে নিয়েছিল পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে কাদের গরের মাঠে প্রথম টেস্টেজিতে এই মুহূর্তে ১-০ এগিয়ে রয়েছে পাক বাহিনী। সেই ম্যাচে দ্বিশতরানের ইনি্ংস খেলেছিলেন সওদ শাকিল। দ্বিতীয় টেস্টেও সেই ধারকা ধরে রেখেছেন এই তরুণ ক্রিকেটার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ৫৭ রানের ইনিংস খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। আর সেই ইনিংসই তাঁর মাথায় তুলে দিল এক নতুন মুকুট।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৭ রান করেছেন সওদ শাকিল
এখনও পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য এই টেস্টেই তাঁর সপ্তম টেস্ট ম্যাচ। কেরিয়ারের প্রথম টেস্ট থেকেই ব্যাটে রান রয়েছে এইঅ তরুণ ক্রিকেটারের। ইতিমধ্যে একটি সেঞ্চুরী ও একটি দ্বিশতরানের ইনিংস খেলা হয়ে গিয়েছে এই তরুণ ক্রিকেটারের। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সওদ শাকিলের ২০৮ রানের ইনিংস পাকিস্তানের জয়ের প্রধান কারিগড় ছিল। সেই টেস্টে বিরাট জয় তুলে নিয়েছিল পাকিস্তান। এবারও সেই পারফরম্যান্স ধরে রেখেছেন এই তরুণ ক্রিকেটার।
দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাটিং করেছিল শ্রীলঙ্কা। কিন্তু পাকিস্তানের বোলিং.ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। মাত্র ১৬৬ রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু পাকিস্তানের ব্যাটাররা শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন। বিশেষ করে গত ম্যাচে দ্বহিশতরান করা সওদ শাকিলের দিকেই তাকিয়েছিলেন সকলে। সেই সওদ শাকিলের ব্যাটে এই ম্যাচেও বড় রানের ইনিংস খেলেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৭ রান করেছেন সওদ শাকিল।
এখনও পর্যন্ত সাতটি টেস্টে সওগ শাকিলের ব্যাটে রান এসেছে, ৩৭,৭৬, ৬৩,৯৪, ২৩স৫৩, ২২,৫৫, ১২৫,৩২, ২০৮,৩০ এবং ৫৭। সেইসঙ্গেই টেস্টের মঞ্চে প্রথম ব্যাটার হিসাবে কেরিয়ারের প্রথম সাতটি টেস্টেই অর্ধশতরানের ইনিংস খেলে ইতিহাস তৈরি করেছেন সওদ শাকিল। আর তাতে ইতিহাসের খাতায় নাম তুললেন সওদ শাকিল।