দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ জয়ের পর কেএল রাহুলের অধিনায়কত্বের প্রশংসা করলেন ইরফান পাঠান
আপডেট করা - Dec 22, 2023 7:14 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারত। প্ৰথম ম্যাচটিতে এডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছিল ভারতীয় দল। এরপর, দ্বিতীয় একদিনের ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা কামব্যাক করতে সক্ষম হয়েছিল। এই ম্যাচটিতে তারা ৮ উইকেটে জয় পেয়েছিল। তৃতীয় ম্যাচটিতে ভারত একটি দারুণ জয় পায় এবং দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশের মাটিতে ধরাশায়ী করে।
এই সিরিজে ভারতের জয়ের পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান কেএল রাহুলের অধিনায়কত্বের প্রশংসা করেন। দক্ষিণ আফ্রিকা মাটিতে এখনও পর্যন্ত সাতজন খেলোয়াড় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, যাদের মধ্যে একজন হলেন কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জেতা যেকোনো দলের পক্ষেই খুব কঠিন। তবে রাহুলের নেতৃত্বে ভারতীয় দল এই কঠিন কাজটি করে দেখিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ইরফান পাঠান কেএল রাহুলের অধিনায়কত্বের পাশাপাশি তার ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন।
ইরফান পাঠান এক্সে লিখেছেন, “এই বছরটা কেএল রাহুলের জন্য খুবই ভালো যাচ্ছে, ব্যাট হাতে তার গড় প্রায় ৭০। তিনি দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি সিরিজ জিতেছেন।
And what a year @klrahul is having nearly an average of 70 with bat in hand. As only the 2nd Indian captain to win a series on the South African soil.
— Irfan Pathan (@IrfanPathan) December 22, 2023
২০২২ সালে অধিনায়ক হিসেবে সফলতা অর্জন করতে পারেননি কেএল রাহুল। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত একটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ হেরেছিল। তবে এইবার তিনি তার অধিনায়কত্বের মাধ্যমে অনেকেরই মন জয় করেছেন।
২০২৩ সালে ওডিআই ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছেন কেএল রাহুল
২০২৩ সালে ওডিআই ক্রিকেটে কেএল রাহুল মোট ২৪টি ম্যাচ খেলেছেন এবং ৬৬.২৫ গড়ের সাথে ১০৬০ রান করেছেন। তিনি ৭টি অর্ধশতরান এবং ২টি শতরান সহ এই রান করেছেন।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ কেএল রাহুল দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন। তিনি ১১টি ম্যাচ খেলে ৪৫২ রান করতে সক্ষম হয়েছিলেন। তার গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৭৫.৩৩ এবং ৯০.৭৬। তিনি এই টুর্নামেন্টে ২টি অর্ধশতরান এবং ১টি শতরান করেছিলেন।
শেষ ওডিআই ম্যাচটিতে ভারত প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তুলেছিল। সঞ্জু স্যামসন ১১৪ বলে ১০৮ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। রান তাড়া করতে নেমে ২১৮ রানে অলআউট হয়ে গিয়েছিল এডেন মার্করামের নেতৃত্বাধীন দল। এই ম্যাচটিতে কেএল রাহুল খুব বেশি রান করতে পারেননি। তিনি ২টি চার সহ ৩৫ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন।