আইপিএল ২০২২ঃ সিভিসি ক্যাপিটাল কিনল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি এবং লখনৌ ফ্র্যাঞ্চাইজি আরপিএসজি গ্রুপের দখলে

রেকর্ড দর ৭০৯০ কোটিতে বিক্রি হল লখনৌ ফ্র্যাঞ্চাইজি

Indian Premier League
Indian Premier League. (Photo Source: Twitter/IPL)

চূড়ান্ত হল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির নিলাম-সংক্রান্ত প্রক্রিয়া। লিগ কর্তৃপক্ষ ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, উভয়ের পক্ষ থেকেই সরকারীভাবে জানানো হয়েছে যে নতুন দল দুটি খেলতে চলেছে আহমেদাবাদ ও লখনৌ থেকে। নিলামে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও অনেক টানাপোড়েনের পর চূড়ান্ত হয়েছে গুজরাত ও উত্তর প্রদেশ তাদের রাজ্যের দলকে এবার থেকে আইপিএলে দেখতে পাবে। আহমেদাবাদ ও লখনৌয়ের ক্রিকেট সমর্থকদের নিজেদের শহরের দলকে আইপিএলে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখার প্রতীক্ষার অবসান হল।

গোটা দিনে দুটি ফ্র্যাঞ্চাইজি কোথা থেকে আসতে চলেছে, কারা হতে চলেছে মালিক, কত টাকার দরে দল কেনা হবে; এই নিয়ে কানাঘুষো অনেক কিছু শোনা যাচ্ছিল। বিশেষজ্ঞ মহল থেকে ক্ষণে ক্ষণে বিভিন্ন আপডেট পাওয়া যাচ্ছিল। তবে কোন খবর সম্বন্ধেই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছিল না যতক্ষণ না সরকারীভাবে কিছু ঘোষণা হচ্ছিল। কিন্তু এখন নিশ্চিতভাবে বলা যায় আরপিএসজি গ্রুপ কিনেছে লখনৌ দলের মালিকানা এবং একটি বিদেশী লগ্নিকারী সংস্থা সিভিসি ক্যাপিটাল ক্রয় করেছে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা। আহমদেবাদ ও লখনৌ উভয় শহরেই আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মিত হয়েছে খুব বেশি দিন হয়নি। ফলে এই দুটি আধুনিক স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ সংঘটিত হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।

আহমেদাবাদে আছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নবনির্মিত মোতেরা স্টেডিয়াম যার ধারণ ক্ষমতা এক লক্ষ বত্রিশ হাজার দর্শক। অন্যদিকে লখনৌয়ের একানা স্টেডিয়ামে ৫০০০০ দর্শক বসে খেলা দেখতে পারেন। লখনৌয়ের ফ্র্যাঞ্চাইজির জন্য আরপিএসজি গ্রুপ নিলামের সর্বোচ্চ ৭০৯০ কোটি টাকা দর হেঁকে স্বত্ত্বাধিকার লাভ করেছে।

আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির জন্য দর কষাকষিতে আদানি গোষ্ঠীর পরাজয়

অন্যদিকে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য সিভিসি ক্যাপিটালকে খরচ করতে হয় ৫১৬৬ কোটি। আহমেদাবাদ-স্থিত ফ্র্যাঞ্চাইজি কিনতে অনেক গোষ্ঠীই আগ্রহ দেখিয়েছিলেন মূলত দুটি কারণে- এক, বৃহত্তম স্টেডিয়াম মোতেরার জন্য এবং দুই, গুজরাতে ক্রিকেটের বিপুল জনপ্রিয়তার জন্য। আদানি গ্রুপ যে দর হেঁকেছিল তাকেও ছাপিয়ে গিয়ে টেক্কা দিয়ে যায় সিভিসি ক্যাপিটাল।

আদানি গ্রুপ মালিকানা পাওয়ার ব্যাপারে অন্যতম বড় দাবিদার হওয়া সত্ত্বেও দল কিনতে ব্যর্থ হওয়ায় নানা মহলে গুঞ্জন শুরু হয়ে যায় তারা কি খুব বেশি দর হাঁকতে আগ্রহী ছিল না! তবে নিশ্চিত করে বলা না গেলেও শোনা যাচ্ছে তাদের দর সিভিসি গ্রুপের চেয়ে খুব কম ছিল না। আদানি ছাড়া আরো সাতটি গোষ্ঠী আইপিএলের দল কেনার ব্যাপারে আগ্রহী ছিল। তাদের মধ্যে অন্যতম ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের মালিকপক্ষ গ্লেজার পরিবার।

বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও আগ্রহী ছিলেন দল কেনার বিষয়ে। আহমেদাবাদ ও লখনৌ ছাড়া কটক, ধরমশালা, গুয়াহাটি ও ইন্দোর শহরকে কেন্দ্র করেও দল কেনার ব্যাপারে আগ্রহ ছিল। যদিও আরপিএসজি গ্রুপ ও সিভিসি ক্যাপিটালের দরকে টেক্কা দেওয়ার মত বিপুল অঙ্কের দর অন্য কোন গোষ্ঠীই হাঁকতে পারেনি।