তাসকিনের অনুপস্থিতি রোহিত শর্মা ও ধওয়ানকে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে, মনে করছেন দীনেশ কার্তিক

Dinesh Karthik
Dinesh Karthik. (Photo by Saeed KHAN / AFP via Getty Images)

আর ২৪ ঘন্টা পরই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণশক্তি নিেয়ে এই সিরিজে নামছে ভারতীয় দল। সেখানেই রোহিত শর্মার নেতৃত্বে এবারের আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির দিকেই নজর রয়েছে ভারতীয় অধিনায়কের। আর সেই লরক্ষ্যে বাংলাদেসকে একেবারেই তারা হাল্কাভাবে নিচ্ছেন  না তাও বেশ স্পষ্ট। যদিও ভারতের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশ শিবিরে জোড়া ধাক্কা লেগেছে। ছিটকে গিয়েছেন তাসকিল আহমেদ এবং তামিম ইকবাল।

এই দুই ক্রিকোরের না থাকা যে ভারতীয় দলকে খানিকটা হলেও সুবিধা করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থি্তিতেই ভারতীয় দলের সুবিধা নিয়ে মুখ খুলেছেন আরেক ভাকতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না বাংলাদেশের তারকা পেসার তাকসিন আহমেদ। আর সেটাই রোহিত শর্মা এবং শিখর ধওয়ানকে বাড়তি অক্সেজেন যোগাবে বলেই মনে করছেন দীনেশ কার্তিক। তাসকিন আহমেদের নতুন বলে দুর্ধর্ষ বোলিং করার দক্ষতাই তাঁকে এগিয়ে রাখছে।

চোটের জন্য প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে নেই তাসকিন আহমেদ

ভারতের বিরুদ্ধে নামার দুদিন আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে ওপেনিংয়ে নামবেন রোহিত শর্মা ও শিখর ধওয়ান। সেখানেই তাসকিন আহমেদ থাকলে যে তাদের বড়সড় সমস্যার সামনে ফেলতে পারতেন তা বলার অপেক্ষা রাখে না। দীনেশ কার্তিকের মুখেও শোনা গেল সেই একই কথা। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তাসকিন আহমেদ। শুধু তাই নয় তাঁর নতুন বলে বোলিং করার দক্ষতাও ভারতীয় দলের দুই ওপেনারকে সমস্যায় ফেলতে পারতেন  বলে মনে করছেন তিনি।

যদিও এই ম্যাচে তাসকিন আহমেদ নেই। তাসকিনের অনুপস্থিতিতে রোহিত শর্মা এবং শিখর ধওয়ানকে স্বস্তি দিচ্ছে বলেই মনে করছেন দীনেশ কার্তিক। এই প্রসঙ্গে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে দীনেশ কার্তিক জানিেয়েছেন, “টি টোয়েন্টি বিশ্বকাপে পা রাখার পর থেকেই তাসকিন নিজেরে বাংলাদেশের অন্যতম সেরা বিলার হিসাবে গড়ে তুলেছেন। মুস্তাফিজুর রহমান সেখানে রয়েছেন ঠিকই, কিন্তু তাসকিন আহমেদ সবার থেকে আলাদা। তিনি সেই সমস্ত কঠিন ওভারে বোলিং করতে পারেন এবং দলকে সুযোগ করে দেওয়ার দক্ষতা রয়েছে। তিনি না থাকায় রোহিত শর্মা এবং শিখর ধওয়ান অনেকটাই নিশ্চিন্ত থাকবেন”।

একইসঙ্গে এই সিরিজে নেই তামিম ইকবালও। সেটাও যে ভারতীয় দলের কাছে একটা বাড়তি পাওনা তা বলতে দ্বিধা করথেন না দীনেশ কার্তিক। বাংলাদেশের ওপেনিং.ে বরাবরই তামিম ইকবাল বড় ভরসা। তাসকিন ও তামিমের অনুপস্থিতিতে ভারতীয় দলের কাছে অ্যাডভান্টেজ হিসাবেই দেখছেন দীনেশ কার্তিক।