দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ওডিআই অভিষেক রিঙ্কু সিংয়ের

Rinku Singh
Rinku Singh. ( Image Source: Twitter/BCCI )

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হওয়ার আগেই রিঙ্কু সিংয়ের কথা শোনা গিয়েছিল লোকেশ রাহুলের মুখে।  এই সিরিজেই যে তিনি দেশের জার্সিতে ওডিআই অভিষেক  করতে পারেন তা নিয়েই ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। শেষপর্যন্ত সেটাই হল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দলের হয়ে অভিষেক হল রিঙ্কু সিংয়ের। দ্বিতীয় ম্যাচে শ্রেয়স আইয়াকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্তেই ভারতীয় দলে এলেন এই তরুণ ক্রিকেটার।

২০২৩ সালের আইপিএল থেকেই উথ্থান এই তরুণ ক্রিকেটারের। সেখানেই সকলের নজর কেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এরপর আর ভারতীয় দলের জার্সি তাঁর গায়ে উঠতে খুব একটা বেশী সময় নেয়নি। দেশের জার্সিতেও নিদজের সেরা পারফর্ম্যান্সই প্রদর্শনই করেছেন এই তরুণ ক্রিকেটার। সেই থেকেই তাকে নিয়ে নানান আলোচনা চলছিল। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে টি টোয়েন্টি ও ওডিআই দুই দলেই ছিলেন তিনি। সেখানেই সকলে তাঁর ওডিআই ফর্ম্যাটে অভিষেকের অপেক্ষায় ছিলেন।

শ্রেয়স আইয়ারের পরিবর্তেই ভারতীয় দলে এসেছেন রিঙ্কু সিং

প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতেই সেই রেকর্ড গড়লেন তিনি। দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকার মাটিতেই ওডিআই ফর্ম্যাটে অভিষেক হল এই তারকা ক্রিকেটারের। আর তাতেই আপ্লুত প্রত্যেকে। সেই মঞ্চেই নিজের পারফরম্যান্স এই তরুণ ক্রিকেটার দেখাতে পারেন কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতীয় দলকেই প্রথমে ব্যাটিং করার সুযোগ করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

এবারের আইপিএলের মঞ্চ থেকেই দেশের জার্সিতে আসার রাস্তাটা পাকা করে ফেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। আইপিএলে ১৪ ম্যাচ খেলে রিঙ্কু সিং করেছেন ৪৭৪ রান। সেখানেই তাঁর গুজরাত টাইটান্সের মতো দলের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকানোর ঘটনা এখনও সকলের স্মৃতিতে টাটকা

সদ্য শেষ হওয়া অস্ট্রেলিার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও নিজের ফিনিশারের ভূমিকায় দক্ষতা প্রমাণ করেছিলেন রিঙ্কু সিং। এই বছরই দেশের জার্সিতে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। এখনও পর্যন্ত দেশের হয়ে ৬টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ১৮০ রান রয়েছে তাঁর। এশিয়ান গেমসে সোনা জয়ী দলের সদস্য রিঙ্কু সিং। দেশের জার্সিতে সকলেই তাঁকে ওডিআই ফর্ম্যাটে খেলানোর বার্তা দিচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই সেই সুযোগ পেলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার।