এবার বিনামূল্যে আইপিএল সম্প্রচার, সৌজন্যে জিওসিনেমা

২০২২ ফিফা বিশ্বকাপও বিনামূল্যে দেখানো হয়েছিল জিওসিনেমায়

IPL Trophy
IPL Trophy. (Photo Source: IPL/BCCI)

জিওসিনেমা অ্যাপে ২০২২-এর ফিফা বিশ্বকাপের লাইভ স্ট্রিমিংয়ের পরে, লাইভ স্পোর্টস স্ট্রিমিং বাজারে আধিপত্য বাড়াতে চাইছে রিলায়্যান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ মরসুমের সম্প্রচার বিনামূল্যে করার  পরিকল্পনা করছে মুকেশ আম্বানির নিয়ন্ত্রণাধীন কোম্পানি।

রিলায়েন্স-মালিকানাধীন জিওসিনেমা অ্যাপে বিনামূল্যে ফিফা বিশ্বকাপ ২০২২ সম্প্রচারের পরে Viacom18 একই ধরনের মডেলে ম্যাচ সম্প্রচার করতে চলেছে। অ্যাপের পাশাপাশি Sports18 এবং Sports18 HD-এর মতো টিভি চ্যানেলগুলিতেও ম্যাচগুলি স্ট্রিম করা হয়েছিল এবং এই সম্প্রচার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।

২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত আইপিএলের ডিজিটাল মিডিয়ার স্বত্তাধিকারী Viacom18

দ্য হিন্দু বিজনেসলাইনের প্রতিবেদন অনুসারে, রিলায়্যান্সের মালিকানাধীন Viacom18 আইপিএলের জন্য একই পরিকল্পনা (ফ্রি স্ট্রিমিং) চালানোর জন্য বিভিন্ন কৌশল অন্বেষণ করছে। উল্লেখ্য, ২০২৩ থেকে ২০২৭ – এই পাঁচ বছরের আইপিএল সম্প্রচারের ডিজিটাল মিডিয়া অধিকার ২৩৭৫৮ কোটি টাকায় কিনেছিল Viacom18।  প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে বাজারের শেয়ার দখলে রাখার জন্য বিনামূল্যে পণ্যও সরবরাহ করতে পারে রিলায়্যান্স।

যদি এটি ঘটে, তাহলে প্রথমবারের মতো কোনো অর্থ ব্যয় না করেই আইপিএল দেখতে পাবেন ক্রিকেট অনুরাগীরা। Viacom18-এর লক্ষ্য হল ডিজনি-স্টারকে চ্যালেঞ্জ করা, কারণ ডিজনি-স্টার এখনও লিগের টিভি সম্প্রচারক এবং রিলায়্যান্সের সরাসরি প্রতিদ্বন্দ্বী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৩ সংস্করণ আগের চেয়ে বেশী জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। আসন্ন মরসুমে ১০টি দল কম করে ১৮টি ম্যাচে অংশ নেবে। প্রতিযোগিতাটি তার মূল বিন্যাসে অনুষ্ঠিত হবে যেখানে প্রত্যেক দল হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে প্রতিপক্ষের মোকাবিলা করবে। টুর্নামেন্টটি ৭৫ দিনের বেশী সময় ধরে চলবে বলে আশা করা হচ্ছে। 

২০০৮-এ শুরু হওয়া আইপিএলের ষোলোতম মরসুম হবে এই বারের সংস্করণটি। ২৩শে ডিসেম্বর ২০২২-এ কোচিতে আসন্ন মরসুমের জন্য মিনি-নিলামের আয়োজন হয়েছিল। গত বছর দুটি গ্রুপে দলগুলি বিভাজিত হলেও এই বছর সেই রকম কোনো বিভাজন হবে না। পরবর্তী সংস্করণের সময়সূচী এখনও প্রকাশিত হয়নি।