আইপিএলে প্রত্যাবর্তনে ইচ্ছুক মিচেল স্টার্ক

এখনও অবধি আইপিএলে দুটি মরসুম খেলে ২৭টি ম্যাচে ৩৪ উইকেট সংগ্রহ করেছেন তিনি

Mitchell Starc
Mitchell Starc. (Photo by Daniel Kalisz/Getty Images)

অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক বুধবার বলেছেন যে তিনি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে তাঁর নাম রাখার কথা বিবেচনা করছেন। ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে এই বছরের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে স্টার্ক এই প্রতিযোগিতায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) হয়ে ২৭টি ম্যাচ খেলেছিলেন, কিন্তু ২০১৫-র পর থেকে তিনি আইপিএলে অংশগ্রহণ করেননি।  

বুধবার মিডিয়ার সাথে কথা বলার সময়, বাঁ-হাতি পেসার বলেছেন যে তিনি নগদ সমৃদ্ধ লিগের সাম্প্রতিক সংস্করণে উপস্থিত হতে পারেন। তিনি উল্লেখ করেছেন যে সংক্ষিপ্ততম ফর্ম্যাটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিবেচনা করলে, আইপিএল ২০২২ তাঁর জন্য একটি খুব ভালো মঞ্চ হতে পারে। 

অ্যাশেজের মাঝেই মিচেল স্টার্ক আইপিএলের নিলামে নাম লেখানোর ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন

“আমার কাগজপত্র ঠিক করার জন্য আমার কাছে দু’দিন আছে, তাই প্র্যাকটিসের আগে সেটি নিয়ে সময় ব্যয় করতে হবে। আমি এখনও আমার নাম লেখায়নি, তবে এটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে আরও কয়েক দিন আছে। আগামী সময়ে যাই সূচী থাকুক না কেন, এটা নিয়ে অবশ্যই মাথায় আছে,” cricket.com.au স্টার্ককে উদ্ধৃত করে বলেছে। 

“আমি ছয় বছর বা তারও বেশী সময় ধরে নেই। বিগত বেশ কিছু সময় ধরে টি-টোয়েন্টির উপর গুরুত্ব আরোপিত হওয়ায় এবং এই বছরের শেষের দিকে বিশ্বকাপ থাকায়, আইপিএল বিবেচনায় এসেছে। আমাদের মতো একাধিক ফর্ম্যাটের খেলোয়াড়দের সামনে এখন বিস্তর ক্রিকেটীয় সূচী থাকায় অনেক কিছু নিয়ে ভাবতে হচ্ছে,” তিনি যোগ করেছেন। 

চলতি অ্যাশেজ সিরিজে বল হাতে বেশ ভালো প্রভাব ফেলেছেন এই পেসার। স্টার্কের নামের পাশে চারটি টেস্টে ১৫টি উইকেট রয়েছে এবং অস্ট্রেলিয়ার অ্যাশেজ ধরে রাখার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। বর্তমানে সিরিজে ৩-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

চ্যাম্পিয়ন বোলার উল্লেখ করেছেন যে তিনি পঞ্চম এবং শেষ অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়ান দলের অংশ হওয়ার জন্য উন্মুখ। তিনি নিশ্চিত করেছেন যে তিনি কোনও বিশ্রাম চাইবেন না কারণ তিনি গোলাপী বলের ম্যাচে খেলতে আগ্রহী।

ফাস্ট বোলার যোগ করেছেন, “এটা নির্বাচকদের উপর নির্ভর করে – আমি বিরতি চাইছি না। ঘরের মাঠে অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট ম্যাচ এবং তার উপর গোলাপী বলের টেস্ট। আমি খেলতে চাই। আমাকে বিশ্রাম দেওয়া নির্বাচকদের হাতে, কিন্তু আমি নিজে থেকে বিশ্রাম চাইব না।” 

২০১৮ আইপিএলের নিলামে মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সের দ্বারা ৯.৪০ কোটি টাকার বিনিময়ে নির্বাচিত হলেও চোটের কারণে টুর্নামেন্টটি খেলতে পারেননি।