ডব্লুটিসি ফাইনালে ব্রাত্য রবিচন্দ্রন অশ্বিনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একাধিক রেকর্ডের মালিক
আপডেট করা - Jul 13, 2023 1:31 pm
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে তাঁকে স্কোয়াডে রাখলেও শেষপর্যন্ত ভারতীয় দলের প্রথম একাদশে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। সেই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল তা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেমেই বুঝিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একাধিক রেকর্ডের মালিক হয়েছেন এইতারকা ক্রিকেটার। টেস্টের মঞ্চে কেরিয়ারের ৩৩তম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ টি উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন তিনি। হরভজন সিং ও অনিল কুম্বলের রেকর্ড ভাঙার হাতছানি এখন তাঁর সামনে।
ওয়েস্ট ইঅন্ডিজের বিরুদ্ধে প্রথম দিন থেকেই রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের জাদু ছিল। তাঁর বোলিংয়ের সামনেি কার্যত তাাসের ঘরের মতো ভেহে পড়েছিল ক্যারিবিয়ান ব্রিগেডের ব্যাটিং লাইনআপ। আর সেই পারপরম্যান্সের সৌজন্যেই যে এই মহূর্তে ভারতীয় দল টেস্টে বেশ খানিকটা এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম দিন একাই রবিচন্দ্রন অশ্বিন তুলে নিয়েছিলেন পাঁচ উইকে্ট। মাত্র ৬০ রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি একাধিক রেকর্ডও গড়ছেন ভারতীয় দলের এই তারকাা ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে সবচেয়ে বড় রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় ভারতীয় স্পিনার হিসাবে ৭০০ উইকেটের গন্ডী টপকেছেন তিনি। সেইসঙ্গেই হরভজন সিংয়ের রেকর্ড ভাঙার থেকে আর মাত্র ৯টি উইকেট দূূরে রয়েছেন এই তারকা ক্রিকেটার। আলারি জোসেফকে ফিরিয়ে দিয়েই কেরিয়ারের ৭০০ উইকেটের মাইলস্টোন গড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই মুহূর্তে তাঁর উইকেট ৭০২। হরভজন সিংয়ের উইকেট রয়েছে ৭১১। যদিও অনি্ল কুম্বলের রেকর্ড ভাঙাটা অনেটটাই কঠিন অশ্বিনের পক্ষে।
টেস্টে ৩৩ তম পাঁচ উইকেট
এই ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধেই কেরিয়ারের অন্যতম মািলস্টোন গড়েছেন রবিচতন্দ্রন অশ্বিন। জেমস অ্যান্ডারসনের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। টেস্টের মঞ্চে কেরিয়ারের ৩৩তম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতেই রয়েছে সর্বোচ্চ পাঁচ উইকেট। যদিও সব মিলিয়ে এই রেকর্ড সর্বোচ্চ রয়েছে ম্যালকম মার্শালের। সেই এলিট তালিকাতেই রবিচন্দ্রন রয়েছেন এই মুহূর্তে ছয় নম্বর পজিশনে।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে পঞ্চম পাঁচ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হরভজন সিংয়ের রেকর্ড ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে এতদিন সর্বোচ্চ পাঁচ উইতেট নেওয়ার রেকর্ডে দ্বিতীয় স্থানে ছিলেন হরভজন সিং। এদিন অশ্বিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চমবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন অশ্বিন। এই তালিকতেই সবার ওপরে রয়েছেন ম্যালকম মার্শাল। তিনি ছবার পাঁচ উইকেট পেয়েছেন।