অশ্বিনের পারফরম্যান্সে খুশি হলেও তাঁর থেকে আরও ভাল পারফরম্যান্স দেখার জন্য সঙ্গাকারার পরামর্শ

Ravi Ashwin, Sanju Samson and Yuzvendra Chahal
Ravi Ashwin, Sanju Samson and Yuzvendra Chahal. (Photo Source: Twitter)

ফাইনাল পর্যন্ত পৌঁছলেও শেষরক্ষা হয়নি। ফাইনালের মঞ্চে গুজরাত টাইটান্সের কাছে সাত উইকেটে হেরে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিসন হওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে রাজস্থান রয়্যালসের। সেই ম্যাচের পরই রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন শ্রীলঙ্কান তারকা তথা রাজস্থানের টেকনিক্যাল হেড কুমার সঙ্গাকারা। অশ্বিনের পারফরম্যান্সে তিনি খুশি হলেও, আসন্ন আইপিএলের আগে অশ্বিনকে আরও নিখুঁত হওয়ারই পরামর্শ দিয়েছেন তিনি। বেশকিছু জায়গায় অশ্বিনকে আরও ভাল হতে হবে বলেই মনে করেন সঙ্গাকারা।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের ফাইনাল পৌর্যন্ত পৌঁছনোর জন্য জস বাটলারের পাশাপাশি আরও দুই প্রধান কারিগড় হলেন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল। যুজবেন্দ্র চাহাল এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল ক্যাপ চ্যাম্পিয়ন হয়েছেন। তেমনই গোটা মরসুমে হিসাবী বোলিং করে  প্রতিপক্ষ ব্যাটারদের বারবার সমস্যায় ফেলেছেন তিনি। শুধু তাই নয় গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং করেও রাজস্থান রয়্যালসকে বেশকয়েকবার এবারের আইপিএলে বাঁচিয়েছেন অশ্বিন।

আইপিএলের দ্বিতীয় অফ স্পিনার হিসাবে ১৫০ উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন

তবে ফাইনালের মঞ্চে সেই পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। তাঁর অফস্পিনের জাদু এদিন গুজরাতের বিরুদ্ধে একেবারেই চলেনি। সেইসঙ্গে ব্যাট হাতেও ব্যর্থই হতে হয়েছিল এই দক্ষিণী বোলারকে। যদিও রাজস্থান রয়্যালস শিবির কিন্তু তাঁর পারফরম্যান্সে বেশ খুশিই হয়েছেন। শুধু কয়েকটি জায়গায় অশ্বিনকে আরও উন্নতি করারই পরামর্শ দিয়েছেন কুমার সঙ্গাকারা। তাঁর মতে বিশেষ করে অশ্বিনের উচিত্ তাঁর অফ স্পিনের দিকে আরও বেশী নজর দেওয়া।

ফাইনালের মঞ্চে হারের পর দলের সদস্যদের নিয়ে বিশ্লেষণে বসেছিলেন কুমার সঙ্গাকারা। সেখানেই অশ্বিনের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “অশ্বিন আমাদের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন। অশ্বিন এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে একজন কিংবদন্তী ক্রিকেটার। কিন্তু তাঁরও বেশকিছু জায়গায় বিশেষ নজর দেওয়া উচিত্। বিশেষকরে তাঁর অফস্পিন বোলিংয়ের ক্ষেত্রে আরও বেশী নিখুঁত হতে হবে”।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নজর কাড়া পারফরম্যান্স দেখিয়েছেন অশ্বিন। ১৭টি ম্যাচ খেলে ১২টি উইকেট রয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের। সেইসঙ্গে এবারের মরসুমে তাঁর সেরা পারফরম্যান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরু্দ্ধে। মাত্র ১৭ রান দিয়ে সেই ম্যাচে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তাঁর ইকনমি রেট এবার অনককেই পিছনে ফেলে দিয়েছে।

শুধু তাই নয় আইপিএলের মঞ্চে দ্বিতীয় অফ স্পিনার হিসাবে ১৫০ উইকেটের মালিকও হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু শেষটা তাদের মনের মতো হয়নি। দলের প্রত্যেকের পারফরম্যান্স নিয়ে অবশ্যই খুশি সঙ্গাকারা। তবে পরের মরসুমে অশ্বিনের থেকে তারা যে আরও ভাল পারফরম্যান্স চান তা বেশ স্পষ্ট।