লঙ্গা প্রিমিয়ার লিগে এবার ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে রামিজ রাজাকে

Ramiz Raja
Ramiz Raja. (Photo by ARIF ALI/AFP via Getty Images)

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এররই শুরু হতে চলেছে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ। প্রতম ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেোজনার পারদ তড়তে সুরু করেছে। আগামী অগস্ট মাস পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই লঙ্কা প্রিমিয়ার লিগে মুখোমুখি হতে চলেছে জাপনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স। সেখানেই দীর্ঘদিন পর ফের একবার কমেন্ট্রি বক্সে দেখা যেতে চলেছে পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার রামিজ রাজাকে। ২০২১ সালের পর তাঁকে আর কমেন্ট্রি বক্সে দেখা যায়নি। এই লঙ্কা প্রিমিয়ার লিগ দিয়েই তিনি ফিরতে চলেছেন এই ভূমিকায়।

২০২১ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে বসেছিলেন রামিজ রাজা। সেই সময়ই ধারাভাষ্যকারের দায়িত্ব থেকে কয়েকদিনের জন্যনিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও বেশীদিন থাকতে পারেননি পাকিস্তানের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। সেই পদ থেকে তাঁকে সরিয়ে এরপর ফের পাকিস্তানের ক্রিকেট বোর্ডে চেয়ারম্যানের পদে বসেছিলেন নাজাম শেঠি। রামিজ রাজাদের ১৪ সদজস্যের কমিটিকেই বরখাস্ত করা হয়েছিল। মাঝে কয়েকদিনের বিরতি, ফের সেই ধারাভাষ্যের ভূমিকায় ফিরতে চলেছেন রামিজ রাজা।

২০২১ সালে পিসিবর চেয়ারম্যান হওয়ার পর থেকে ধারাভাষ্যের ভূমিকায় দেখা যায়নি রামিজ রাজকে

প্রথম ম্যাচেই লঙ্কা প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স। সেই ম্যাচে অবশ্য রামিজ রাজা কমেন্ট্রি বক্সে থাকবেন কিনা তা নিয়ে অবশ্য এখনি কোনও ধারণা নেই। তবে এই লিগ দিয়েই ফের একবার ধারাভাষ্যের ভূমিকায় দেখা যাবে তাঁকে।  তাঁর পাশাপাসি বিশ্ব ক্রিকেটের আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটারদের দেখা যাবে লঙ্কা প্রিমিয়ার লিগের কমেন্ট্রি বক্সে। রকামিজ রাজাদের পাশাপাশি থাকবেন রাসেল আরনোল্ড, স্কট স্টাইরিস, রোশন আবেসিঙ্ঘে এবং ফ্র্যান্সিস ম্যাককয়দের মতো প্রাক্তন তারকা ক্রিকেটাররা।

পাঁচ দল নিয়েই শুরু হবে লঙ্গা প্রিমিয়ার লিগ। এবারের প্রতিযোেগিতা ঘিরে যে নানান চমক রয়েছে তা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বেশ কয়েকদিন আগে থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এই মরসুমেই প্রথমবার আইপিএলের মতো নিলামের অনুষ্ঠান য়োজিত হয়েছিল লঙ্গা প্রিমিয়ার লিগে। নিলাম থেকেই প্রতিটি ফ্র্যাঞ্চািজি তাদের দল গুছিয়ে নিযেছে।

শেষবার এই প্রতিযোগিতা জিতেছিল জাফনা কিংস।এই কলম্বো স্ট্রাইকার্সের বিরুদ্ধেই ২ উইকেটে  ফাইনাল জিতে নিয়েছিল তারা। সেই ম্যাচ জেতার পরই লঙ্কা প্রিমিয়ার লিগ জয়েতারক হ্যাটট্রিক করেছিল জাফনা কিংস। এবারও সেই কলম্বো স্ট্রাইকার্সের বিরুদ্ধেই যাত্রা শুরু করছে জাফনা কিংস। তাদের খেতাব ধরে রাখার ল়ড়াই জাফনা কিংস জারি রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।