এলপিএল ২০২৩, ম্যাচ ১৬, ডাম্বুলা অওরা বনাম কলম্বো স্ট্রাইকার্স: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

Dambulla Aura vs Colombo Strikers
Dambulla Aura vs Colombo Strikers. (Photo Source: Twitter)

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৩-এর ১৬ তম ম্যাচে ডাম্বুলা অওরা (ডিএ) এবং কলম্বো স্ট্রাইকার্স (সিএস) একে অপরের মুখোমুখি হবে। ১২ই আগস্ট, শনিবার, আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই মরসুমে ডিএ এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৪টি ম্যাচে তারা জিতেছে এবং ২টি ম্যাচে হেরেছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে, সিএস ৫টি ম্যাচ খেলে ২টি ম্যাচে জয় পেয়েছে এবং ৩টি ম্যাচে পরাজিত হয়েছে। তারা পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

এই মরসুমের অষ্টম ম্যাচে এই দুটি দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ডাম্বুলা অওরা জয় পেয়েছিল। ডিএ প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রান তুলেছিল। কুশল মেন্ডিস ৪৬ বলে ৮৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৮টি ছয়। সাদিরা সামারাবিক্রমা ৭টি চার এবং ১টি ছয় সহ ৩৫ বলে ৫৯ রান করেছিলেন। কলম্বো স্ট্রাইকার্স রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৮২ রানে পৌঁছাতে পেরেছিল। নুওয়ানিদু ফার্নান্দো ৩৯ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন। বাবর আজম ২৪ বলে ৪১ রান করতে সক্ষম হয়েছিলেন।

পিচ রিপোর্ট

প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মরসুমে এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্ৰথম ইনিংসে ব্যাটিং করা দল ৪ বার জয় পেয়েছে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল মাত্র ১ বার জয় পেয়েছে। এই মাঠে প্ৰথম ইনিংসের গড় রান হল ১৬৩। অন্যদিকে, এখানে সর্বোচ্চ ১৩২ রানের লক্ষ্য তাড়া করা হয়েছে। টসজয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

সম্ভাব্য একাদশ

ডাম্বুলা অওরা

আবিষ্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, কুশল পেরেরা, ধনঞ্জয় দি সিলভা, অ্যালেক্স রস, হেইডেন কের, বিনুরা ফার্নান্দো, জেনিথ লিয়ানাগে, হাসান আলি, নূর আহমেদ।

কলম্বো স্ট্রাইকার্স

পথুম নিসাঙ্কা, বাবর আজম (অধিনায়ক), নুওয়ানিদু ফার্নান্দো, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ, লাহিরু উদারা (উইকেটরক্ষক), চামিকা করুনারত্নে, রমেশ মেন্ডিস, নাসিম শাহ, লক্ষন সান্দাকান, মাথিশা পাথিরানা।

ডাম্বুলা অওরা বনাম কলম্বো স্ট্রাইকার্স হেড টু হেড

ম্যাচ – ৬ | ডাম্বুলা অওরা – ৫ | কলম্বো স্ট্রাইকার্স – ৩

ম্যাচ সম্প্রচার বিবরণী

ম্যাচ – ডাম্বুলা অওরা বনাম কলম্বো স্ট্রাইকার্স

সময় – সন্ধে ৭:৩০টা

লাইভ সম্প্রচার – স্টার স্পোর্টস এবং ফ্যান কোড