এলপিএল ২০২৩, কলম্বো স্ট্রাইকার্স বনাম গল টাইটান্সঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ এবং সম্প্রচার বিবরণী

Colombo Strikers vs Galle Titans
Colombo Strikers vs Galle Titans. (Photo Source: Twitter)

মঙ্গলবার লঙ্কা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলম্বো স্চ্রাইকার্স ও গল টাইটান্স। এই মুহূর্তে দুটো দলই লঙ্কা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে অনেকটা নীচের দিকে রয়েছে। সেখানেই লাস্ট বয়ের পজিষশনে রয়েছে কলম্বো স্ট্রাইকার্স।  অন্যদিকে েকই পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে রয়েছে গল টাইটান্স। মঙ্গলবার তাদের মধ্যে যে দল জিতবে তারাই  নক আউটের জন্য যোগ্যতা নির্ণয় করে ফেলবে। অন্যদিকে যে দল হারবে এবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগে তাদের যাত্রা শেষ হয়ে যাবে। লড়াইটা যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

শেষ ম্যাচে জিতেই এই ম্যাচে নামতে চলেছে কলম্বো স্ট্রাইকার্স। এখনও পর্যন্ত লঙ্কা প্রিমিয়ার লিগে মাত্র তিনটি ম্যাচ জিততে পেরেছে তারা। সেষ ম্যাচে অবশ্য বি লাভ ক্যান্ডির বিরুদ্ধে জয় পেয়েছিল এই দল। ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অবস্য সবার শেষেই রয়েছে তারা। অন্যদিকে গল টাইটান্সও শেষ ম্যাচে জয় পেয়েছে। তারাও তিন ম্যাচ জিতে ছয়পয়েন্ট নিযে এই মুহূর্তে চার নম্বর পজিশনে রয়েছে।  দুই দলের কাছেই অবশ্য  নক আউট পর্বে য়াওয়ার সুযোগ রয়েছে। তবে এই ম্যাচে জিততে হবে। যে দল জিতবে তারাই যাবে ফাইনালে।

পিচ কন্ডিশন

এই ম্যাচ হতে চলেছে প্রেমদাসা স্টেডিয়ামে। এখনও পর্যন্ত এই  মাঠে ১০ টি ম্যাচ হয়েছে এই প্রতিযেোগিতার। সেখানে বারবারই দেখা গিয়েছে য়েপ্রতমে ব্যাট করা দলই জয় পেয়েছে। এই মাঠে প্রথমে ব্যাটিংয়োর ক্ষেত্রে গড় রান হল ১৫৫। সেইসঙ্গেই এই ম্যাচে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রান হল ১৩৪। এই পিচের কথা এবং এখানকার পরিসংখ্যানের দিকে নজর রেখে টস জয়ী অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তের পথেই এগোতে পারেন।

সম্ভাব্য একাদশ

কলম্বো স্ট্রাইকার্সঃ  পাথুম নিসাঙ্কা, বাবর আজম, নুুয়ানিদু ফার্ণান্ডো, ইফতিকার আহমেদ, লাহিরু উদারা, নিপুন ধনঞ্জয়, মহম্মদ নওয়াজ, চামিকা করুণারত্নে, জেফরি ভ্যান্ডারসে, নসিম শা, মথিসা পাথিরানা।

গল টাইটান্সঃ  টিম শেইফার্ট, চ্যাট বোস, সাকিব ইল হাসান, ভানুকা রাজাপক্ষে, সোহান ডে লিভেরা, দাসুন শনাকা, লাহিরু সামারাকুন, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, সেকুগে প্রসন্ন, তাবরেইজ সামসি।

কলম্বো স্ট্রাইকার্স বনাম গল টাইটান্স হেড টু হেড

ম্যাচ – ৯। কলম্বো স্ট্রাইকার্স – ৬। গল টাইটান্স – ৩

সম্প্রচার বিবরণী

ভেন্যু – আর প্রেমদাসা স্টেডিয়াম

দিন ও সময় – ১৫ অগস্ট, সন্ধে ৭.৩০ ( ভারতীয় সময় )

সম্প্রচার – স্টার স্পোর্টস এবং ফ্যানকোড