রোহিত শর্মাকে আউট করার পরিকল্পনা ফাঁস করলেন রমিজ রাজা

বাবর আজমকে পরামর্শ দিয়েছিলেন শাহীন আফ্রিদিকে দিয়ে বল করাতে

Ramiz Raja
Ramiz Raja. (Photo by ARIF ALI/AFP via Getty Images)

সদ্য সমাপ্ত ২০২১ টি-২০ বিশ্বকাপে পাকিস্তান একটি সফল অভিযান প্রত্যক্ষ করেছিল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। মেন ইন ব্লুকে কার্যত উড়িয়ে দিয়ে ১০ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। পেসার শাহীন শাহ আফ্রিদি ইনিংসের শুরুতে এবং শেষে দুটি বিধ্বংসী স্পেলে ভারতের ব্যাটিংকে নাস্তানাবুদ করে ছাড়েন। শাহীন আফ্রিদি রোহিত শর্মাকে এলবিডাব্লু আউট করেছিলেন। সেই উইকেটের পিছনের পরিকল্পনা ফাঁস হল সম্প্রতি। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা এখন ওই ম্যাচ নিয়ে মুখ খুললেন। বিবিসি-র সাথে একটি পডকাস্ট সাক্ষাৎকারে, তিনি দাবি করেছেন যে তিনি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে মূল্যবান ইনপুট প্রদান করেছিলেন ভারতের তারকা ওপেনার রোহিত শর্মার মূল্যবান উইকেটটি কীভাবে নিতে হবে সেই ব্যাপারে। 

দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে, ভারত ও পাকিস্তান শুধুমাত্র আইসিসি ইভেন্টগুলিতে একে অপরের মুখোমুখি হয়। এতোদিন ধরে যতবার দুই দেশ মুখোমুখি হয়েছিল প্রত্যেকবারই জিতেছিল ভারত। এই ম্যাচের আগেও ভারতই ফেভারিট ছিল। কিন্তু শাহীন আফ্রিদি বল হাতে যেভাবে শুরু করেন এবং ভারতের দুই ওপেনারকেই ড্রেসিংরুমে ফেরত পাঠান, তারপর সেখান থেকে ম্যাচে ভারতের ফিরে আসা একপ্রকার অসম্ভব ছিল। 

“আমি বলেছিলাম শাহীন আফ্রিদিকে ১০০ মাইল বেগে বোলিং করতে বল” – পরিকল্পনা ফাঁস রমিজ রাজার

“বিশ্বকাপে যাওয়ার আগে বাবর আজম এখানে প্রধান নির্বাচকের সাথে ছিলেন এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম ভারতের বিরুদ্ধে আপনার পরিকল্পনা কী? তাঁর উত্তর ছিল আমার পরিকল্পনা আছে এবং আমরা ক্রিকভিজকে নিয়োগ করেছি এবং তারা ম্যাচআপ করেছে। আমি বুঝতে পারছি কিন্তু ভারতও ক্রিকভিজকে ব্যবহার করবে এবং তারপর তারা তাদের বিরুদ্ধে আমাদের পরিকল্পনাটি ধরে ফেলবে। সুতরাং, তাতে আমাদের কোন লাভ হবে না। 

“আমি তোমাকে এখনই বলতে পারি কীভাবে রোহিত শর্মাকে আউট করবে এবং তখন বাবর কৌতূহলী হয়। আমি বলেছিলাম শাহীন আফ্রিদিকে ১০০ মাইল বেগে বোলিং করতে বল, শর্ট-লেগে আর ৪৫ ডিগ্রী কোণে ফিল্ডার রাখো। শুধু ১০০ মাইল বেগে ইনসুইং ইয়র্কার বোলিং কর এবং তাকে সিঙ্গেল না দিয়ে স্ট্রাইকে রাখো। তাহলেই আউট হয়ে যাবে,” রমিজ রাজা ফাঁস করেছেন।  

শাহীন আফ্রিদি দীর্ঘদিন ধরে পাকিস্তানের অন্যতম প্রধান বোলার। বিগত বিশ্বকাপে তিনি পাকিস্তানের হয়ে দুরন্ত ছন্দে ছিলেন। তিনি টেস্ট, ওয়ানডে এবং টি২০তে যথাক্রমে ৮৩, ৫৩ এবং ৪১ উইকেট নিয়েছেন।