ওয়াংখেড়েতে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ম্যাচের অতিথি সুপারস্টার রজনীকান্ত

Rajnikanth
Rajnikanth. (Photo Source: Twitter/MumbaiCricAssoc)

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচ। সেই ম্যাচ ঘিরে প্রথম থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সেখানেই ম্যাচের উন্মাদনা আরও একটু বাড়িয়ে দিলেন দক্ষিণের তারকা ক্রিকেটার রজনীরান্ত। ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচে প্রধান অতিথি হিসাবে মাঠে উপস্থিত রুপোলী পর্দার তারকা রজনীকান্ত। প্রতম ম্যাচের জন্য তাঁকে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে আমন্ত্রন জানানো হয়েছিল। গ্যালারীতে ভারতীয় ক্রিকেটের থালাইভার উপস্থিতি যে ম্যাচকে অন্য মাত্রাই দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত জয় তুলে নিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে সেখানে ২-১ ফলাফলে হারিয়েছে টিম ইন্ডিয়া। সেই ধারাই এবার একদিনের সিরিজেও ধরকে রাখতে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল। সেই পরিকল্পনা নিয়েই এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামেও নেমেছে তারা। সেখানই রজনীকান্তের মতো ক্রিকেটারের উপস্থিতি যে ম্যাচের উন্মাদনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। এই ম্যাচেই অবশ্য প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া।

এমসিএ-র আমন্ত্রনেই দীর্ঘদিন পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে রজনীকান্ত

ম্যাচের সূচী ঘোষণার পররই এই ম্যাচে আসার জন্য  সুপারস্টার রজনীকান্তকে আমন্ত্রন জানানো হয়েছিল  মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে। সেই কথা আগেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমন কালে জানিয়েছিলেন। সেই আমন্ত্রন গ্রহন করেই এদিন ম্যাত দেখার জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন রজনীকান্ত। রজনীকান্তের ছবি ক্যামেরায় ধরা পড়ার সঙ্গেই তা মুহূর্তের মধ্যে সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

আগেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছিলেন, আমি কিংবদন্তী তারকা রজনকান্ত জীকে আমন্ত্রন জানিয়েছিলেন এওই ম্যাচ দেখতে আসার জন্য। সেই আমন্ত্রন গ্রহন করেছিলেন তিনি। এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে তিনি আমাদের ডাকে সারা দিয়ে এই ম্যাচে উপস্থিত হতে চলেছেন। বহুদিন পর ফের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসতে চলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলে নেই রোহিত শর্মা। শ্য়ালকের বিয়ের জন্। প্রথম ম্যাচ থেকে ছুটি নিয়েছেন তিনি। সেই জায়গাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। প্রথমে অস্ট্রেলিয়া ব্যাটিং করলেও বল হাতে বারতীয় বোলাররা শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন এদিন। ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসতে চলেছে এবার। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

সেই ম্যাচেই উপস্থিত রয়েছেন রজনীকান্ত। ভারতীয় ক্রিকেট দলেও বহু তারকার আদর্শ তিনি। এই ম্যাচ জিতে ভারতীয় দল সিরিজে এগিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার।