বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে চেতেশ্বর পূজারার দিকেই বিশেষ নজর রাহুল দ্রাবিড়ের
আপডেট করা - Dec 11, 2022 9:25 pm

আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপের পাইনালে পৌঁছনোর পথে এই সিরিজ যে ভারতীয় দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। একদিনের সিরিজ বাংলাদেশের কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতেই মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই সিরিজে ২-০ জয় পেলেই ভারতীয় দল যে বিশ্ব টেস্ট চ্যাম্পিনিপের লক্ষ্যে অনেকটাই এগিে যাবে তা বলার অপেক্ষা রাখে না। আর সেই ম্যাচে নামার আগেই তিন নম্বর পজিসন নিয়ে খানিকটা চিন্তায় ভারতীয় দল।
দীর্ধদিন ধরেই ভারতীয় দলের হয়ে নিজের চেনা ছন্দে নেই চেতেশ্বর পূজারা। দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ড, প্রতিটি টেস্ট সিরিজেই ব্যর্থ হয়েছেন তিনি। যদিও ঘরের মাঠে শেষ সিরিজে সাফল্য পেয়েছিলেন তিনি। এবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের তিন নম্বরে তিনিই অন্যতম রপ্রধান ভরসা। আর সেজন্যই টেস্টের প্রস্ততিতে এই তারকা ক্রিকেটারের সঙ্গেই দীর্ঘ সময় কাটালেন রাহুল দ্রাবিড়।
১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ
শনিবারই একদিনের সিরিজ শেষ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু টেস্ট সিরিজের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। রবিবার থেকেই ভারতকীয় দলের প্রস্তুতিতে নেমে পড়েছেন রাহুল দ্রাবিড়। আর সেই প্রস্তুতিতে রাহুল দ্রাবিড়ের সবচেে বেশী নজর রয়েছেন চেত্শ্বর পূজারার দিকেই। তাঁকে নিুয়েই এদিনের প্রস্তুতিতে সবচেয়ে বেশী প্রস্তুতি দিলেন রাহুল দ্রাবিড়। এদিনের প্রস্তুতিতে অবশ্য বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতিতে কোনওরকম খামচি রাখতে চাইছেন না রাহুল দ্রাবিড়। এদিনই আবার টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মার। আঙুলে চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা। তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। রোহিত শর্মার পরিবর্তে বারতীয় দলে এসেছেন অভিমন্যু ঈশ্বরণ। সুতরাম চেতেশ্বর পূজারার ওপর যে বাড়তি দায়িত্ব থাকবে তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে এই সিরিজে আবার মহম্মদ সামিও নেই। একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই কাঁধের চোটের জন্য ছিটকে গিয়েছেন তিনি। সেই জায়গায় ভারতীয় দলে এসেছেন নভদীপ সাইনি। একইসঙ্গে ভারতীয় শিবিরে এসেছেন সৌরভ কুমার।