সেঞ্চুরি করে কেপটাউনেই সচিন, সেওয়াগের রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি’কক

Quinton de Kock
Quinton de Kock. (Photo by Ashley Vlotman/Gallo Images)

কেপটাউনে দীর্ঘদিনের অপেক্ষার অবসান। বহুদিন পর ফের সেঞ্চুরি পেলেন কুইন্টন ডি’কক। আর সেইসঙ্গেই কেপটাউনে একের পর এক তারকার রেকর্ড ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। ১০৯ বলে দুরন্ত শতরান করার পাশাপাশি কেপটাউনে দাঁড়িয়েই ভাঙলেন সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেওয়াগের রেকর্ড। সেইসঙ্গেই একদা সতীর্থ এবি ডেভিলিয়র্সের সঙ্গে একই আসনে বসলেন তিনি। তাঁর সামনে এখন শুধু জয়সূর্য রয়েছেন।

এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। শুরুতে ভারতীয় বোলারদের বেশ দাপটও ছিল। ৭০ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে দক্ষিণ আফ্রিকা বেশ চাপেও পড়ে গিয়েছিল। ওপেনিংয়ে নেমেছিলেন কুইন্টন ডি কক। উইকেট হারালেও চাপের মুখ থেকে দলকে টেনে তোলার কাজটা করেন তিনিই। আর সেই লড়াইয়ে তাঁকে যোগ্য সঙ্গত দেন ফান ডার ডাসেন। শুরু থেকেই এদিন দুরন্ত ছন্দে ছিলেন ডিকক।

ফান ডার ডাসেনকে নিয়ে ডিককের বিল্ড আপ গেমেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। আর সেই সঙ্গেই কেপটাউনে দাঁড়িয়ে কেরিয়ারের ১৭ তম সেঞ্চুরি পেয়ে গেলেন কুইন্টন ডিকক। সামনে ছিল বেশ কয়েকটি রেকর্ড হাতছানি। সেঞ্চুরি করার সঙ্গেই একের পর এক তারকাদের রেকর্ড ভেঙে দিলেন তিনি। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে সেঞ্চুরির সংখ্যায় এতদিন সচিনের সঙ্গে এক তালিকায় ছিলেন ডিকক। সেটাই ভাঙলেন এদিন।

মাস্টার ব্লাস্টারের ৫টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৬টি সেঞ্চুরির মালিক হয়ে যান ডিকক। সেইসঙ্গেই এবি ডেভিলিয়র্সের রেকর্ড ছুঁয়ে ফেলেন প্রোটিয়াদের এই তারকা উইকেট কিপার ব্যাটার। শুধু সচিন তেন্ডুলকরই নয়, ভারতের আরও এক তারকার রেকর্ড ভাঙে এদিন। তিনি হলেন বীরেন্দ্র সেওয়াগ। একটি প্রতিপক্ষের বিরুদ্ধে এতদিন দ্রুততম ছটি সেঞ্চুরির রেকর্ড ছিল সেওয়াগের ঝুলিতে। সেটাই এদিন ভেঙে দিলেন কুইন্টন ডিকক। এখন এক প্রতিপক্ষের বিরুদ্ধে দ্রুততম ৬টি সেঞ্চুরির মালিক তিনি।

কেপটাউনে একটা শতরান করেই একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন ডিকক। একদিনের ক্রিকেটে দেশের জার্সিতে জ্যাক কালিসের রেকর্ড ভাঙলেন তিনি। ১৭টে সেঞ্চুরির মালিক এখন তিনি। আর তাতেই আপ্লুত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রেমীরা। একসময় দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৭০। ডিকক যখন ফেরেন তখন সেই রান ১৭৪। ১৩০ বলে ১২৪ রানের সেঞ্চুরি ইনিংস খেলে এদিন সাজঘরে ফেরেন কুইন্টন ডিকক। গোটা ইনিংসে রয়েছে দুটো ওভার বাউন্ডারি ও ৯টি বাউন্ডারি। তাঁর পারফরম্যান্স দেখে সোশ্যাল সাইটেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাঁর স্ত্রী।