এশিয় কাপের আগে অধিনায়ক রোহিত শর্মাকে প্রশংসায় ভরালেন পার্থিব পটেল
আপডেট করা - Aug 14, 2022 6:26 pm

বিরাট কোহলির পর এবার ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব এখন রোহিত শর্মার কাঁধে। তাঁর হাত ধরে এখনও পর্যন্ত একটিও টি টোয়েন্টি সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। গত বিশ্বকাপের পরই ভারতীয় দলের অধিনায়ক থেকে কোচিংয়ের পদে বিরাট এক রদ বল এসেছে। সেখানেই বিরাট পরবর্তী ভারতীয় দলের ব্যাটন উঠেছে দ্য হিটম্যানের হাতে। রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপের মঞ্চে এবার নামতে চলেছে ভারতীয় দল। সেই প্রতিযগিতায় নামার আগেই রোহিত শর্মার প্রশংসায় পার্থিব পটেল। বিশেষ করে রোহিতের নেতৃত্ব দেওয়ার দক্ষতারই প্রশংসা করলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।
টি টোয়েন্টি বিশ্বকাপের পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়েই যাত্রা শুরু হয়েছিল রোহিত ও রাহুল দ্রাবিড় জুটির। সেই থেকেই সাফল্যের সঙ্গে পথ চলা শরু হয়েছে তাদের। একের পর এক দেশের বিরুদ্ধে সিরিজ জিতেই চলেছে তারা। এমন পারফরম্যান্স দেখার পরই রোহিত শর্মার নেতৃত্বের দক্ষতাকে বিরাট সার্টিফিকেট দিচ্ছেন পার্থিব পটেল। তাঁর মতে রোহিত শর্মার সবচেয়ে বড় গুন হল তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়ানো।
এশিয়া কাপে রোহিত শর্মার নেতৃত্বেই নামতে চলেছে টিম ইন্ডিয়া
রোহিত শর্মা নেতৃত্বর দায়িত্ব পাওয়ার পর থেকেই ভারতীয় দলের জার্সিতে বহু তরুণ ক্রিকেটারের মুখ দেখা গিয়েছে। শুধু তাই নয় ব্যর্থ হলেও বারবারই তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। প্রত্যাক ক্রিকেটারকেই বাড়তি সুযোগ দেওয়ার কথা শোনা গিয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার মুখে। রোহিতের নেতা হিসাবে এই গুনটাই মুগ্ধ করেছে পার্থিব পটেলকে।
এশিয়া কাপ শুরু হওয়ার আগে রোহিত শর্মা সম্বন্ধে পার্থিব পটেল জানিয়েছেন, “রোহিত শর্মার একটা গুন যেটা সকলকে মুগ্ধ করে তা হল ক্রিকেটারদের পাশে দাঁড়ানো। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেমনভাবে তিনি আভিশ খানকে সাপোর্ট করেছেন তা আমরা সকলেই দেখেছি। এটাই সকলের থেকে তাঁকে বিশেষ করে তোলে। আর এই কারণেই মুম্বই ইন্ডিয়ান্স এবং ভারতের জার্সিতে ট্রফি জেতেন তিনি”।
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে খুব একটা সফল ছিলেন না আভেশ খান। একদিনের সিরিজে যেমন রান দিয়েছিলেন। তেমনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয়টি টোয়েন্টিতে শেষ ওভার করতে গিয়ে একাই ১৬ রান দিয়েছিলেন। এরপর থেকেই আভেশ খানকে নিয়ে নানান সমালোচনা চলছিল। যদিওরোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় সেই কথায় কান দেননি। তাঁকে সুযোগ দিয়েছিলেন এবং সিরিজ জয়ের ম়্চে তিনিই ছিলেন ভারতের নায়ক।
ম্যাচ শেষে সেই কথা আভেশ খান নিজেই সকলকে জানিয়েছিলেন। একইরকমবাবে তরু বোলার অর্শদীপ সিংয়ের পাশেও থেকেছেন রোহিত শর্মা। আইপিএলের মঞ্চেও বারবার সেই একই জিনিস দেখা গিয়েছে। এশিয়া কাপের আগে রোহিত শর্মার এই দক্ষতাটাই পার্থিব পটেলের চোখে তাঁকে সকলের থেকে এগিয়ে রাখছে।