একা জর্ডানের ঘাড়ে দোষ চাপাতে নারাজ নাসের হুসেন

ইংল্যান্ডের ডেথ বোলিংয়ের দুর্দশা দেখে বিরক্তি লুকিয়ে রাখলেন না প্রাক্তন অধিনায়ক

Nasser Hussain and Eoin Morgan
Nasser Hussain and Eoin Morgan. (Photo Source: Getty Images)

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন জাতীয় দলের ডেথ বোলিং নিয়ে তাঁর বিরক্তি প্রকাশ করে জানিয়েছেন যে ডেথ বোলিং এমন একটি ক্ষেত্র যেখানে ইংল্যান্ড ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে আসছে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে স্লগ ওভারে ইংল্যান্ডের বোলিংয়ের করুণ চেহারা বেরিয়ে আসে, এবং নাসের হুসেনের বিবৃতি থেকে স্পষ্ট যে ব্যাটিং শক্তিতে ভয়ঙ্কর হলেও ডেথ বোলিংয়ে ইংল্যান্ডের হাল মোটেই সুবিধার নয়। 

বুধবার আবু ধাবিতে ১৬৭ রানে লক্ষ্য রক্ষা করতে গিয়ে ইংল্যান্ড ১৬তম ওভার পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল খেলা। শেষ চার ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৫৭। ক্রিস জর্ডান ১৭তম ওভারে ২৩ রান দিয়েছিলেন, যেখান থেকে নিউজিল্যান্ড নিজেদের হাতে ম্যাচের রাশ তুলে নিতে শুরু করে। কিউইরা শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচটি এক ওভার বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতে ফাইনালে ওঠে। 

ডেইলি মেইলের জন্য তাঁর কলামে নাসের হুসেন লিখেছেন, যে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের গতকালের ম্যাচটি দেখে তাঁর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মতোই লাগছিল।

শেষের ওভারগুলোয় টাইমাল মিলসের অভাব অনুভূত হয়েছিল – নাসের হুসেন

“যেমন গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে বেন স্টোকস চারটি ছক্কা খাওয়ায় ইংল্যান্ড হেরে গিয়েছিল, বুধবার রাতেও তেমনই কিছু ঘটল। এই একটি দিক কিছুতেই শোধরানো হচ্ছে না। ১৭তম ওভার পর্যন্ত ইংল্যান্ডের জন্য সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু ক্রিস জর্ডান নিশ্চয়ই স্বীকার করবে তার ওভার থেকেই গণ্ডগোল শুরু হয়।”  

ক্রিস জর্ডান মাঝারিমানের ছিলেন মেনে নিয়ে হুসেন মত দিয়েছেন যে ডেভিড উইলে ইংল্যান্ডের আক্রমণে থাকলে তাঁর বৈচিত্র্যের কারণে টাইমাল মিলসের অভাব পূরণ করতে পারতেন। হুসেন যোগ করেছেন, “ক্রিকেটে এমনটা ধরে নেওয়া হয় যে যিনি দলে ছিলেন না তিনি খেললে নিশ্চয়ই ভালো খেলতেন। কিন্তু শেষের ওভারগুলোয় টাইমাল মিলসের অভাব অনুভূত হয়েছিল। জেসন রয়ের পরিবর্তে ডেভিড উইলেকে খেলানো উচিত ছিল। ইংল্যান্ডকে আরেকটি বোলিং বিকল্প পেত এবং একজন বাঁহাতি বোলারও পাওয়া যেত।”   

সাম্প্রতিককালে জর্ডানের ডেথ বোলিং দেখে নাসের হুসেন খুব একটা আশ্বস্ত না থাকলেও ইংল্যান্ডের হারার জন্য সমস্ত দায় জর্ডানের উপর চাপাননি। হুসেন মনে করেন কালকের ম্যাচে বল হাতে ইংল্যান্ডের দিন ছিল না।  

“আমি প্রায়ই বলছিলাম জর্ডানের ডেথ বোলিং গত এক বছরে খুব একটা ভালো হচ্ছে না এবং তার কারণ এটা হতে পারে যে ইয়ন মর্গ্যান ইয়র্কার করার পরিকল্পনা থেকে দূরে সরে এসেছে। যদিও কাজটা সহজ নয় এবং যে কেউ একটু ভুলচুক করলেই রান দিতেই পারে। আমি আশা করি সমর্থকরা এমনটা ভাববে না যে জর্ডানের জন্যই ইংল্যান্ড হারল। কাউকে না কাউকে ওই ওভারগুলো করতেই হতো। ম্যাচে স্রেফ জায়গামতো বলগুলো পড়েনি,” নাসের হুসেন শেষে লিখেছেন।