“সর্বোচ্চ সংখ্যক ওভার ব্যাট করতে হবে” – বিরাট কোহলির মিডল অর্ডারে ব্যাটিং করার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাস্কার

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

এশিয়া কাপ ২০২৩ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই টুর্নামেন্টটির তৃতীয় ম্যাচে ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত বনাম পাকিস্তানের ম্যাচ সবসময়ই উত্তেজনার সৃষ্টি করে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি দিয়েই এশিয়া কাপের মঞ্চে নিজেদের যাত্রা শুরু করবে ভারত। অন্যদিকে, এটি হল বাবর আজমের নেতৃত্বাধীন দলের দ্বিতীয় ম্যাচে। তারা উদ্বোধনী ম্যাচে নেপালের বিরুদ্ধে অনেক বড় ব্যবধানে জয় পেয়েছিল। এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দলের পরিকল্পনা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। বিরাট কোহলির ব্যাটিং অর্ডার নিয়েই অনেক কথা শোনা যাচ্ছে।

বিরাট কোহলি ভারতীয় দলের হয়ে সাধারণত তিন নম্বরে ব্যাট করেন। তবে এশিয়া কাপ এবং আসন্ন ওডিআই বিশ্বকাপে তিনি মিডল অর্ডারে ব্যাট করবেন কিনা সেই নিয়ে অনেক প্রশ্ন উঠছে। সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং প্রধান কোচ রবি শাস্ত্রী এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেছেন যে ওডিআই বিশ্বকাপ ২০১৯-এ কোহলির ৪ নম্বরে ব্যাট করার সম্ভাবনা নিয়ে তিনি চিন্তাভাবনা করেছিলেন, কিন্তু শেষমেশ এই ধারণাটি বাতিল করা হয়েছিল।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারও এই ব্যাপারে মুখ খুলেছেন। তার মতে বিরাট কোহলিকে ৩ নম্বর থেকে সরানো উচিত হবে না।

সুনীল গাভাস্কার ইন্ডিয়া টুডেকে বলেন, “সেরা খেলোয়াড়কে অবশ্যই সর্বোচ্চ সংখ্যক ওভার ব্যাট করতে হবে এবং তিন নম্বরে সে সর্বোচ্চ সংখ্যক ওভার ব্যাট করার সুযোগ পায়, তাই যতদূর আমি উদ্বিগ্ন, আমি মনে করি এটি সেই জায়গা যেখানে সে ব্যাপকভাবে সফল হয়েছে। আপনি জানেন, তিনি অবদান রেখেছেন। কয়টি? সেই পজিশনে তিনি ৪৪ শতরান করেছেন, ৪৩ হতে পারে, হয়তো অন্য পজিশনে একটি করেছেন। তিন নম্বরে ব্যাট করে একদিনের ক্রিকেটে তিনি এতগুলি শতরান করেছেন, কেন তারা এটাতে বদল করবেন?”

এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপে বিরাট কোহলির ফর্ম ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ হবে

অনেক বছর ধরেই ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বিরাট কোহলি। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। আসন্ন বিশ্বকাপটিতে অবশ্যই ট্রফির খরা কাটিয়ে উঠতে চাইবে ভারত।

বিরাট কোহলি বর্তমানে বেশ ভালো ফর্মে রয়েছেন। তিনি এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপে নিজের ফর্ম বজায় রাখতে চাইবেন। শেষমেশ এই দুটি টুর্নামেন্টে তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।