দিল্লির স্বপ্নভঙ্গ করে বিরাটের বেঙ্গালুরুকে প্লেঅফের ছাড়পত্র যোগার করে দিল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স

Tim David
Tim David. (Photo Source: IPL/BCCI)

এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের হারানোর কিছু নেই।  এই ম্যচে নামার আগে এটা নিয়েই সবচেয়ে বেশী সাবধান ছিল দিল্লি ক্যাপিটালস। পচা শামুকেই শেষপর্যন্ত পা কাটতে হল তাদের। জিততে পারলেই আইপিএলের প্লেঅফের রাস্তা খোলা ছিল  দিল্লি ক্যাপিটালসের সামনে। কিন্তু হল না। বল হাতে শুরুটা করে গিয়েছিলেনন জসপ্রীত বুমরাহ। শেষটা করলেন ইশান কিষাণ এবং টিম ডেভিড। দিল্লি ক্যাপিটালসকে পাঁচ উইকেটে হারিয়ে ঋষভ পন্থদের এবারের মতো প্লেঅফের আশা শেষ করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জয়ের সৌজন্যে প্লেঅফে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এদিনের ম্যাচ সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ছিল দুটো দলের কাছে। খেলতে নামা দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে গতম্যা্চে ১৬ পয়েন্ট পেয়ে আইপিএলের প্লেঅফের দৌড়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন আইপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। যে ম্যাচের দিকে তাকিয়েছিল সকলে। সবচেয়ে বেশী তাকিয়েছিল বোধহয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শুরু  হওয়ার আগে থেকেই তাদের সমর্থন যে রোহিত শর্মাদের দিকে তা জানানোও কোনও দ্বিধা করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মুম্বই ইন্ডিয়ান্সের জয়ে চতুর্থ দল হিসাবে প্লে অফে পৌঁছল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

এদিন মুম্বই ইন্ডিয়ান্স জিততে পারলে তবেই প্লেঅফের রাস্তা খুলত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসও মাত্র একম্যাচ জয় দূরেই দাঁড়িয়েছিল এদিন।  লড়াইটা যে হাড্ডহাড্ডি হবে সেটাই প্রত্যাশা ছিল। যদিও ম্যাচ শুরু হওয়ারক আগে ধারেভারে এগিয়ে ছিল দিল্লিই। ক এবারে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স দেখে সকলে তাদেরকে পিছিয়েই রেখেছিল। কিন্তু সেই পচা শামুকেই পা কাটল দিল্লি ক্যাপিটালস। ম্যাচ নামার আগে আত্মবিশ্বাসী থাকলেও, পন্টিংয়ের মুখে কিন্তু সাবধানতার কথাও শোনা গিয়েছিল।

এমন পরিস্থিতিতে এই দলগুলো যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেটাই কিন্তু হল। সেই লিগের লাস্টবয় মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেই  প্লেঅফের স্বপ্নভঙ্গ ঋষভ দিল্লি ক্যাপিটালসের। রোহিতের জয়েই আইপিএলের প্লেঅফের জায়গা পাকা করে ফেলল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন দিল্লি ক্যাপিটালসকে পাঁচ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স।


https://twitter.com/jatinsapru/status/1528072161701036032

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই এদিন মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের ভয়ঙ্কর চাপ ছিল দিল্লি ব্যাটারদের ওপর। যদিও মুম্বইয়ের সাফল্যের এদিন ভিতটা গড়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। দিল্লির সেরা তিন উইকেট তুলে নিয়েই মুম্বইয়ের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন তিনি। পৃথ্বী শ, মিচেল মার্শ এবং রভম্যান পাওয়েলদের সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন বুমরাহ। ১৫৯ রানেই শেষ হয়ে যায় দিল্লি ক্যাপিটালস।

ব্যাট হাতে এদিনও অবশ্য জ্বলে উঠতে পারেননি রোহিত শর্মা। তিনি ফিরে যেন ২ রানে। কিন্তু আক্রমণাত্মক মেজাজে ছিলেন ইশান কিষাণ। ৪৮ রানের ইনিংস খেলে তিনি যখন সাজঘরে ফেরেন তখন মুম্বইয়ের রান ৭৬। দিও ম্যাচের আসল ক্লাইম্যাক্সটা বাকি ছিল শেষের দিকে। ওয়াংখেড়েতে যখ ওঠে টিম ডেভিড ঝড়। শেষমুহূর্তে তাঁর ১১ বলে ৩৬ রানের ঝোরো ইনিংসটাই ঋষভ পন্থদের সমস্ত আশা এদিন শেষ করে দেয়। তাঁর ইনিংসটি সাজানো ৪টি ছয় এবং ২টি চার দিয়ে। ১৯ ওভার ১ বলেই দিল্লিকে হারিয়ে বেঙ্গালুরুকে ছাড়পত্র যোগার করে দিল মুম্বই ইন্ডিয়ান্স।