টি২০ বিশ্বকাপের জন্য পাকিস্তান দল দেখার পরই তোপ দাগলেন মহম্মদ আমির
আপডেট করা - Sep 15, 2022 10:10 pm

কয়েকদিন আগেই শেষ হয়েছে এশিয়া কাপ। সেখানে ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি পাকিস্তান। শ্রীলঙ্কার কাছে শেষপর্যন্ত ২৩ রানে হেরে এশিয়া কাপে দ্বিতীয় স্থানই পেয়েছে তারা। এবার তাদের সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান দলের নির্বাচকরা। আর সেই দলে রয়েছে বেশকিছু চমক। পাকিস্তানের দল ঘোষণার পরই এশিয়া পাকিস্তান দলের নির্বাচকদের একহাত নিয়েছেন মহম্মদ আমির। কার্যত পাকিস্তানের দল গঠন নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন তিনি।
২০২০ সাল থেকে পাকিস্তানের জার্সিতে দেখা যায়নি মহম্মদ আমিরকে। পাকিস্তান শিবির থেকে অবসরও নিয়েছিলেন তিনি। কিন্তু দেশের হয়ে খেলার কারণে ফের নিজের সেই অবসর ভেঙে ফিরেও এসেছিলেন এই তারকা ক্রিকেটার। যদিও এখনও পর্যন্ত পাকিস্তান শিবিরে ডাক পাননি তিনি। বৃহস্পতিবার পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। সেখানেই বেশ কিছু নাম অনুপস্থিত দেখে হতবাক হয়েছেন এই তারকা পাকিস্তানী পেসার। নির্বাচকদের দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান
এবারের এশিয়া কাপে শেষ দুটো ম্যাচ বাদ দিলে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে পাকিস্তান। ফাইনাল পর্যন্ত গিয়েছে তারা। এশিয়া কাপের শিবিরও পাকিস্তান দলে দেখা যায়নি শোয়েব মালিককে।টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও রাখা হয়নি তাঁকে। যা দেখে হয়ত খানিকটা হলেও ক্ষুন্ন হয়েছেন এই তারকা ক্রিকেটার। নিজেকে আর সামাল দিতে পারেননি তিনি। শেষপর্যন্ত সোশ্যাল সাইটেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন মহম্মদ আমির।
chief slector ki cheap selection 😆
— Mohammad Amir (@iamamirofficial) September 15, 2022
তিনি সোশ্যা সাইটে লিখেছেন, চিফ সিলেক্টরের চিপ সিলেকশন। আর তাতেই পাকিস্তান ক্রিকেট মহলে এখন হৈচৈ পড়ে গিয়েছে। টি টোয়ন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্ান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে পাকিস্তান। সাত ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজেই নিজেদের পারফরম্যান্স ঝালিয়ে নেবে পাক বাহিনী। তার আগেই অবশ্য ঘোষণা হয়ে গিয়েছে পাকিস্তান দল।
আর তা দেখেই খানিকটা হতবাক হয়েছেন অনেকে। হবে নাই বা কেন, যে ফাখর জামন পাকিস্তানের অন্যতম তারকা ক্রিকেটার। তাঁকেই পাকিস্তান এবার দলে রাখেনি। টি টোয়েন্টি বিশ্বকাপে ফাখর জামনের মতো ক্রিকেটারকে্ স্ট্যান্ডবাই হিসাবেই রেখেছে পাকিস্তান নির্বাচকরা। দলে এসেছেন তরুণ শারজিল খান। সব মিলিয়ে যে পাকিস্তান ক্রিকেটে চাপা শোরগোল শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।