ওপেনিংয়ে এসেই সাফল্য মেহিদী হাসান মিরাজের, আফগানিস্তানের বিরুদ্ধে ১১২ রানের দুর্ধর্ষ ইনিংস
আপডেট করা - Sep 3, 2023 7:51 pm

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি মেহিদী হাসান মিরাজ। সেই ম্য়াচ থেকেই তাঁর ্বয়াটিং পজিশন নিয়ে একটা কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নেমেছিল বাংলাদেশ। সেখানেই মেহিদি হাসান মিরাজকে আফগানিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আর তাতেই যেন বাজিমাত। আফগানিস্তানের বিরুদ্ধে ওরেনিংয়ে এসেই কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরী করে ফেললেন এইঅ তারপকা ক্রিকেটার। একইসঙ্গে তাঁর হাত ধরে বাংলাদেশ শিবিরও পৌঁছল বড় রানে।
সুপার ফোরের লক্ষ্যে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে ভাল পারফরম্যান্স করতেই হত বাংলাদেশকে।সেখানেি দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করলেন মেহিদী হাসান মিরাজ। আর তাতেই আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে বাংলাদেশ। এই ম্যাচেমিডল অর্ডার থেকে মেহিদী হাসান মিরকাজকে ওপেনিংয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানেই কার্যত সুপার হিট এই তারকা বাংলাদেশী ক্রিকেটার। কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরী ইনি্ংস খেললেন তিনি। রিটায়ার হার্ড নিয়েমাঠ না ছাড়লে মেহিদী হাসান মিকরাজ যে আরও বড় রানি্ করতে তা বলার অপেক্ষা রাখে না।
কেরিয়ারের দ্বিতীয় ওডিআই সেঞ্চুরী করলেন মেহিদী হাসান মিরাজ
এদিন আফগানিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই দুরন্ত ফর্মে চিলেন তিনি। বাংলাদেশ ৬৩ রানের মধ্যে দুই উইকেটখোয়ালেও মেহিদী হাসান মিরাজকে এদিন সাজঘরে ফেরাতে ব্যর্থই হয়েছিলেন রশিদ খানরা। সময়যত এগিয়েছে এগদিন ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন মেহিদী হাসান মিরাজ। আর সেই পারফরম্যান্স দেখার পর থেকেই আপ্লুত হয়েছেন সকলে। আফগানিস্তানের বিরুদ্ধে এদগিন ১১২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন মেহিদী হাসান মিরাজ। আর সেটাই যে বাংলাদেশের বড় রানের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তা বলাই বাহুল্য।
শুরুর দিকে খানিকটা ধীর গতিতে খেললেও, নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি বেধে ক্রমশই আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন তিনি। টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের ত্রাতা যে এদিন এই তারকা ক্রিকেটার ছিলেন তা বলাই বাহুল্য। মেহিদী হাসানের ১১২ রানের ইনিংস জুড়ে রয়েছে ৭টি বাউন্ডারি ৩টি ওভার বাউন্ডারি। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন নাজমুল হোসেন শান্তও।
এদিন নাজমুল হোসেন শান্তও সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে। ১০৪ রানের ইনিংস সাজঘরে ফিরেছিলেন তিনি। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৯টি বাউন্ডারি এহং ২টো ওভার বাউন্ডারি দিয়ে। আর তাদের পারফরম্যান্সে ভর করেই ৩৩৪ রানের বিরাট লক্ষ্যে পৌঁছে গিয়েছে বাংলাদেশ। এখনন পরীক্ষা বাংলােদেশের বোলারদের।