ম্যাচ জয়ের পর সুপারস্টার রজনীকান্তের বাড়িতে ভারতীয় দলের ক্রিকেটাররা

Indian Cricketers with Rajnikanth
Indian Cricketers with Rajnikanth. ( Image Source: Twitter )

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়েছে ভারতীয় দল। শুক্রবার সেই ম্যাচ দেখার জন্যই মাঠে উপস্থিত ছিলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত।  খেলা চলাতালীন বারবারই সেই ছবি দেখা গিয়েছে। ম্যাচ শেষে সেই রজনীকান্তের বাড়িতেই উপস্থিত কুলদীপ যাদব সহ ভারতীয় দলের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই ৫ উইকেটে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। সেই ম্যাচের প্রধান অতিথি ছিলেন রজনীকান্ত। সেই ম্যাচ জয়ের পরই রজনীকান্তের বাড়িতে উপস্থিত হয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গেই এখন ভাইরাল। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াংখেড়েতে প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেখানে হাড্ডহাড্ডি লড়াই হলেও শেষপর্কযন্ত জয়ের হাসি ফুটেছিল ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মুখেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই ৫ উিকেটে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেই জয়ই গ্যালারীতে বসে উপভোগ করেছিলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। সেই ম্যাচ শেষেই সুপারস্টারের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে গ্যালারীতে উপস্থিত ছিলেন রজনীকান্ত

টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে বোলি্ংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরু থেকেই লক্ষ্য ছিল অস্ট্রেলিয়াকে কম রানের মধ্যে শেষ করে দেওয়া। সেখানেই দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের দুই তারকা পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি। তাদের হাত ধরেই অস্ট্রেলিয়াকে ১৮৮ রানে শেষ করে দিয়েছিল টিম ইন্ডিয়া। দুই পেসারের ঝুলিতেই এসেছিল তিনটি করে উইকেট। আর তাতেই যে ভারতীয় দলের জয়ের রাস্তাটা কার্যত পাকা হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

যদিও ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা কিন্তু খুব একটা ভালভাবে করতে পারেনি ভারতীয় দল। পাওয়ার প্লের মধ্যেই দলের টপ অর্ডারের উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া। ঈশান কিষাণ মাত্র ৩ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন। মিচেল স্টা্র্কের ধাক্কার সামনে কার্যত বেসামাল হয়ে পড়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এহং শুভমন গিলদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেেন তিনি।

যদিও সুযোগ পেয়ে নিজেকে এই ম্যাচেই প্রমাণ করেছিলেন লোকেশ রাহুল। তাঁর হাত ধরেই এসেছিল এই ম্যাচে বড় জয়। সেখানেই শেষপর্যন্ত বড় রান পেতে দেখা গিয়েছিল লোকেশ রাহুলকে। কার্যত তাঁর হাত ধরেই জয় এসেছিল টিম ইন্ডিয়া শিবিরে। ৭৫ রানের দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তাতেই সাফল্য এসেঠে ভারতীয় শিবিরে।