কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টকেই দায়ী করছেন মহম্মদ কাইফ
আপডেট করা - May 9, 2022 6:31 pm

আইপিএলে শুরুটা ভালভাবে করলেও একের পর এক ব্যর্থতায় এবারের মতো প্লে অফের রাস্তা কার্যত শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। খাতায় কলমে একটা সূক্ষ সুযোগ দেখা গেলেও, সেই রাস্তা প্রায় অসম্ভব বলাই চলে। ইতিমধ্যেই নাইট রাইডার্সের ব্যর্থতা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান বিশ্লেষণ। এরইমাঝে মুখ খুললেন মহম্মদ কাইফ। নাইট রাইডার্সের এই ব্যর্থতায় জন্য টিম ম্যানেজমেন্টের দিকেই আঙুল তুললেন তিনি। তাদের একের পর এক ভুলের মাসুলই নাকি কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল থেকে ছিটকে দিয়েছে, মনে করছেন মহম্মদ কাইফ।
এই মুহূর্তে আইপিএলে ১১ ম্যাচ খেলে নাইট রাইডার্সের পয়েন্ট ৮। লখনউয়ের কাছে বড় ব্যবধানে হারের পরই কার্যত আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে কলকাতার নাইটদের। টানা তিনম্যাচ জিতলেও নাইট রাইডার্সের পয়েন্ট হবে ১৪। এবারের প্লে অফের জন্য সেই পয়েন্ট যে খব একটা নিরাপদ নয়, তা বলতে দ্বিধা নেই মহম্মদ কাইফের। তাঁর মতে গোটা মরসুম ধরে একাধিক পরিবর্তন এবং দলের কম্বিনেশন গোঠাতে না পারার জন্যই নাইট রাইডার্সের এখন এই অবস্থা।
এই মুহূর্তে আইপিএলে ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট রয়েছে কলকাতা নাইট রাইডার্সের
আইপিএলের নিলামে নাইট রাইডার্সের পারফরম্যান্স্র প্রশংসা সকলেই করেছিল। কিন্তু যে সমস্ত ক্রিকেটারদের তারা নিয়েছিল, তাদের নাকি টিম ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে কাজেই লাগাতে পারেনি। প্রতি ম্যাচেই চলেছে দলের কম্বিনেশন নিয়ে নানান পরীক্ষা। একটা প্রতিযোগিতার মাঝে কোনও দল যদি এত পরীক্ষা নীরিক্ষা করে, তবে সাফল্য আসা একেবারেই অসম্ভব। এই সমস্তকিছুর জন্য দলের টিম ম্যানেজমেন্টকেই দুষছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ।
স্পোর্টসকিডায় মহম্মদ কাইফ জানিয়েছেন, “কেকেআরে এবার অনেক ক্রিকেটার ছিলেন। কিন্তু দলের টিম ম্যানেজমেন্ট তাদের সঠিকভাবে ব্যবহার করতে পারেনি তাদেরকে এবং প্রতি ম্যাচের আগেই দলে দেখা গিয়েছে একাধিক পরিবর্তন। সেই ক্রমাগত পরিবর্তনই ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ তৈরি করার জন্য যথেষ্ট ছিল। দলের এই পরিস্থিতির জন্য কেকেআরের টিম ম্যানেজমেন্টই সবচেয়ে বেশী দায়ী”।
গতম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নাইটদের ব্যাটাররী চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। কোনওরকমে ১০১ রান করতে পেরেছিল কলকাতার নাইটরা। এবারের আইপিএলে প্রথম থেকেই পাওয়ার প্লে-তে ব্যর্থ হতেদেখা গিয়েছে নাইট রাইডার্সের ওপেনিং জুটিকে। সেইসঙ্গে সবচেয়ে বেশীবার কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটিও পরিবর্তন হয়েছে।
শুধু তাই নয় বেশীরভাগ ম্যাচেই নিজেদের দলেও একের পর এক পরিবর্তন করে নানান পরীক্ষা নীরিক্ষা চালিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই এবারে তাদের এমন ব্যর্থতা বলে মনে করছেন মহম্মদ কাইফ। এবারই কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছিল শ্রেয়স আইয়ারের। দলের হয়ে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন তিনিও। সব মিলিয়ে নাইটদের পারফরম্যন্সে একেবারেই খুশি নন এঅ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।